promotional_ad

বাড়তি দায়িত্বে মুশফিক-মাহমুদুল্লাহ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে ভাল পারফর্মার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। কিন্তু ইনজুরির কারণে এই দুইজনই নেই আজ (রবিবার) থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। তাই বলাই যায়, অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আসন্ন এই সিরিজে কিছুটা বাড়তি দায়িত্বের ভার বর্তাবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের উপর।


সাকিব, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ৪৫টি ওয়ানডে খেলেছেন তিনি। অলরাউন্ডিং পারফর্মেন্সে জিম্বাবুয়েকে অনেকবার একাই ধরাশায়ী করেছিলেন দেশ সেরা এই অলরাউন্ডার। ব্যাট হাতে ৪০.১১ গড়ে ১৪০৪ রান সংগ্রহ করেছেন তিনি।


যেখানে তাঁর তিনটি শতক এবং সাতটি অর্ধশতক ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবেচেয়ে বেশি রানের মালিকও তিনি। শুধু তাই নয়, সফরকারী এই দলের বিপক্ষে সর্বোচ্চ উইকেটের মালিকও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।


promotional_ad

৪৫ ইনিংসে ৭৪টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন সাকিব। এছাড়া তামিম ২০০৭ থেকে ৩৮টি ওয়ানডে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। দেশের এই অভিজ্ঞ ওপেনার ৩৭.১৩ গড়ে সংগ্রহ করেছেন ১৩৭৪ রান। যেখানে একটি শতক এবং নয়টি অর্ধশতক রয়েছে তাঁর।


জিম্বাবুয়াইনদের বিপক্ষে রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক তিনি। এই দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে টাইগার শিবিরে কিছুটা হলেও ঘাটতি থাকবে। কিন্তু সেই ঘাটতি পূরণে দায়িত্ব নিতে হবে মুশফিক-মাহমুদুল্লাহকে।


কারণ আন্তর্জাতিক ক্রিকেট এবং জিম্বাবুয়ের বিপক্ষেও বেশ অভিজ্ঞ এই দুই জন। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক, ২০০৬ থেকে এখন পর্যন্ত ১৯২টি ওয়ানডে খেলেছেন তিনি। রানও করেছেন পাঁচ হাজারের উপর। জিম্বাবুয়ের বিপক্ষেও দুর্দান্ত মুশফিক। ওয়ানডে খেলেছেন মোট ৪৩টি এবং ৩৮.৮০ গড়ে সংগ্রহ করেছেন ১২০৩ রান।


এছাড়া বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য মাহমুদুল্লাহ ইতিমধ্যে ১৬২টি ওয়ানডে খেলেছেন। করেছেন সাড়ে চার হাজারের অধিক রান। তাছাড়া ২৫ ইনিংস ব্যাটিং করা মাহমুদুল্লাহর জিম্বাবুয়ের বিপক্ষে গড় ৩৩ এর উপর।


কোন শতক না থাকলেও অর্ধশতক রয়েছে পাঁচটি। আবার বল হাতেও সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ উইকেট রয়েছে মাহমুদুল্লাহর। স্বভাবতই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে দায়িত্ব পালন করতে হয়। আর সাকিব-তামিম না থাকায় দায়িত্বের চাপ কিছুটা বেশি থাকবে তাঁদের উপর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball