তিন সমাধানের খোঁজ

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইনজুরির কারণে নেই জিম্বাবুয়ে সিরিজের দলে। তাই ওয়ানডে সিরিজে বেশ বড় ধরনের পরীক্ষা নীরিক্ষা চালাবেন বাংলাদেশ দলের নির্বাচকরা।
বিশেষ করে দলের অনেক সমস্যার সমাধান খুঁজতে এই পরীক্ষা চালাবেন তারা। এর মধ্যে আছে ওপেনিং সমস্যা, সাত নম্বরের স্থায়ী সমাধান ও সাকিবের বিকল্প। সিরিজের আগেই এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে তা খোঁজার চেষ্টা করেছে ক্রিকফ্রেঞ্জি।
ওপেনিং সমস্যাঃ এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল ওপেনিং জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তামিম ইকবালের হাতের ইনজুরি টিম ম্যানেজমেন্টকে একরকম মাঝ সমুদ্রে ফেলে দিয়েছিল। তামিম থাকবে না, এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশ।
স্কোয়াডে ব্যাক আপ ওপেনার হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে খেলার মত মানসিকতায় ছিলেন না তিনি। ফলাফল, সুযোগ করে দিলেও পারফর্মেন্স দিতে ব্যর্থ হন তিনি।

ওপেনার হিসেবে দেশ থেকে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে উড়িয়ে নিয়ে গেলেও টপ অর্ডারে খেলার সুযোগ পান নি কেউই। উল্টো খেলেছেন অপরিচিত লোয়ার মিডেল অর্ডারে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বক্সের বাইরে চিন্তা করতে হয় বাংলাদেশ দলের থিং ট্যাঙ্ককে।
মেহেদি হাসান মিরাজকে ওপেনিংয়ে খেলিয়ে ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষার সর্বোচ্চ উদাহরণ সৃষ্টি করে বাংলাদেশ।এবার অবশ্য পরিস্থিতি বদলেছে, তামিম থাকছেন না। এটা আগে থেকেই জানা টিম ম্যানেজমেন্টের।
লিটন দাসের সাথে ওপেনিংয়ে কাউকে সুযোগ করে দেয়ার এখনই সময়। বাংলাদেশ চাইবে, এই তিন ওয়ানডে ম্যাচের সিরিজেই ওপেনিং সমস্যার সুরাহা করতে।
সাত নম্বর সমস্যার সমাধানঃ টিম ম্যানেজমেন্ট এমন একজনকে খুঁজছে যে দুর্দান্ত পেস বোলিংয়ের সাথে ভালো ব্যাটিংও করতে পারেন। এক্ষেত্রে নির্বাচকদের সবচেয়ে পছন্দের মোহাম্মদ সাইফুদ্দিন। সঙ্গে বিবেচনায় আছেন পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হকও।
তবে, আরিফুলের বোলিংটা গড়পড়তা হলেও ব্যাটিংটা বেশ ভালো। অন্যদিকে সাইফুদ্দিনের ব্যাটিংটা গড়পড়তা আর বোলিংটা বেশ কার্যকরি। গত বেশ কিছুদিন ধরে বল হাতে বিবর্ণ ছিলেন সাইফুদ্দিন।
তবে, এ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। মূলত এই পারফর্মেন্সের সুবাদেই জাতীয় দলে আবারও ফিরেছেন তিনি। এখন দেখার বিষয় সাত নম্বরের স্থায়ী সমাধান হতে পারেন কিনা তিনি।
সাকিবের বিকল্পঃ ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার থেকে শুরু হওয়া সিরিজে সাকিবের অভাব বোধ করবে বাংলাদেশ এটাই স্বাভাবিক। তবে সাকিবের অভাব অনেকটাই পূরণ করতে হবে আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
সাকিব থাকলে তিনিই বাংলাদেশ দলের স্পিন বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। সাকিবের অবর্তমানে সেই দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে মিরাজকে। সঙ্গে ব্যাট হাতেও তার কাছ থেকে পারফর্মেন্স আশা করছেন নির্বাচকরা। একমাত্র মিরাজই পারেন সাকিবের অভাব অনেকাংশে পূরণ করতে।