লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেই বেয়ারস্টো

জনি বেয়ারস্টো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলতে পারছেন না ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। গত শুক্রবার তিনি ফুটবল খেলতে গিয়ে আঙুলে ব্যাথা পান। রবিবার তাকে স্ক্যান করানো হবে বলে জানিয়েছেন ইসিবি।


এই ইনজুরিতে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন বেয়ারস্টো। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিশ্বাস টেস্ট সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। লঙ্কানদের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু ৬ নভেম্বর।


promotional_ad

ইতিমধ্যে ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে নিয়েছে। ওয়ানডে সিরিজের পর একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এই ম্যাচেও মাঠে নামা হচ্ছে না বেয়ারস্টোর। 


তবে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে তার খেলার কথা রয়েছে। বেয়ারস্টোর ইনজুরির পর ইংল্যান্ডের কোচিং স্টাফরা ক্রিকেটারদের ফুটবল অনুশীলন নিয়ে চিন্তিত। তবে ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টের বিশ্বাস এটি দলের মনোবল বৃদ্ধি করে।


দুই বছর আগে অলি স্টোন তার অভিষেক সিরিজের আগে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। তাছাড়া, জো ডেনলিও একই কারণে ইনজুরিতে পড়েছিলেন। ফলে দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।


এই কারণে ইংল্যান্ড দলের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটবল। সিরিজ জিতলেও, দলের শীর্ষ ক্রিকেটার বেয়ারস্টোর ইনজুরি বড় রকমের ধাক্কা ইংল্যান্ড দলের জন্য। তিন ফরম্যাটের ক্রিকেটেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ইংল্যান্ডের বড় ভরসার নাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball