আমি সিনিয়র-জুনিয়রে বিশ্বাসী নইঃ সাকিব

সাকিব আল হাসান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেক ক্রিকেটারেরই সমান দায়িত্ব থাকে। এখানে সিনিয়র-জুনিয়রের ব্যাপারটি খুব একটা খাটে না। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন তিনি জুনিয়র-সিনিয়র শব্দটাকেই পছন্দ করেন না।


এই পর্যায়ের ক্রিকেটে সব ক্রিকেটারদের একটাই দায়িত্ব দলকে জিতিয়ে মাঠ ছাড়া। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিঁনি।


promotional_ad

'আমার কাছে জুনিয়র সিনিয়র শব্দটাই পছন্দ হয় না। কারণ আমার কাছে মনে হয় যারা দলে আছে তারা সবাই খেলার জন্য সামর্থ্যবান। তা না হলে কেউ থাকতো না। এখানে সিনিয়রের কম দায়িত্ব, জুনিয়রের কম দায়িত্ব, এরকম কোনো বিষয় নেই। সবার একটা দায়িত্ব কিভাবে দলের হয়ে ম্যাচটা জেতাতে পারবে,' বলেন সাকিব।


এক ম্যাচে একাদশের সবার ভাল করার সম্ভাবনা খুবই কম। অনেক ম্যাচে দলের চার-পাঁচজন ক্রিকেটার ভাল করলেও আরেকদিন হয়ত তিন-চারজন ক্রিকেটার ভাল করবেন। একাদশের সবাই ভাল খেললে বাংলাদেশ দল সব ম্যাচ জিততে পারবে বলে বিশ্বাস তাঁর।


'ভাল খেলার চেষ্টা সবাই করবে। কোনোদিন দুই-তিনজন ভাল খেলবে। কোনোদিন চার-পাঁচজন ভাল করবে। একটা ম্যাচে ১১জন ভালো খেলা খুবই কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে।'


আঙুলের ইনজুরির কারণে রবিবার থেকে শুরু হওয়া জিম্বাবুয়ে সিরিজের দলে নেই সাকিব। চলতি বছর তার মাঠে ফেরার সম্ভাবনাও কম। তবে দলের জন্য শুভকামনা রয়েছে তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball