promotional_ad

তৃতীয় রাউন্ড শেষে স্পিনারদেরই দাপট

সেরা উইকেট শিকারিরা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ড শেষে সেরা উইকেট শিকারির তালিকায় অনেকটাই আধিপত্য বিস্তার করছেন স্পিনাররা। কেননা প্রথম পাঁচ উইকেট শিকারির মধ্যে তিনজনই রয়েছেন স্পিনার।


এখন পর্যন্ত টুর্নামেন্টে ৩টি ম্যাচে ১৯ উইকেট শিকার করে সবার ওপরে অবস্থান করছেন ঢাকা মেট্রোর স্পিনার আরাফাত সানি। যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ২.৫৮। ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৫৭ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং ইনিংস। 


এরপরের স্থানটিও একজন স্পিনারের দখলে। চিটাগাং বিভাগের হয়ে খেলা অফস্পিনার নাইম হাসান ৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে দ্বিতীয়তে আছেন। তাঁর ইকোনমি রেট ২.৬১ এবং সেরা বোলিং ফিগার ১১৯ রানে ৬ উইকেট। ঢাকা মেট্রোর বিপক্ষে সদ্য শেষ হওয়া তৃতীয় রাউন্ডেই এই পারফর্মেন্স উপহার দেন তিনি। 



promotional_ad

নাইমের পর অবশ্য তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন দুই পেসার শাহাদাত হোসেন এবং সাজেদুল ইসলাম। এখন পর্যন্ত ঢাকা বিভাগের হয়ে খেলা শাহাদাত ৩টি ম্যাচে ৩.১৯ ইকোনমি রেটে শিকার করেছেন ১১টি উইকেট। যেখানে চিটাগাংয়ের বিপক্ষে প্রথম রাউন্ডে ৪৬ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং। অপরদিকে


রংপুর বিভাগের পেসার সাজেদুল এখন পর্যন্ত ১০ উইকেট নিয়েছেন ৩ ম্যাচে। তাঁর সেরা বোলিং ফিগারটি ছিল খুলনার বিপক্ষে সদ্য শেষ হওয়া রাউন্ডেই। ৩.৬১ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি এখন পর্যন্ত। 


সাজেদুলের পর পঞ্চমে আছেন রংপুর বিভাগের অফ স্পিনার মাহমুদুল হাসান। ৩ ম্যাচে ৩.০৬ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সেরা বোলিং ফিগার খুলনার বিপক্ষে। তৃতীয় রাউন্ডের সেই ম্যাচে ২৯ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। 


দেখে নিন তৃতীয় রাউন্ড শেষে এনসিএলের সেরা উইকেট শিকারির তালিকা-- 



বোলার দল  ম্যাচ সংখ্যা  ইনিংস সংখ্যা  উইকেট সংখ্যা ইকোনমি রেট  সেরা বোলিং
আরাফাত সানি  ঢাকা মেট্রো ১৯ ২.৫৮ ৭/৫৭
নাইম হাসান চিটাগাং বিভাগ ১২ ২.৬১ ৬/১১৯
শাহাদাত হোসেন  ঢাকা বিভাগ ১১ ৩.১৯ ৪/৪৬
সাজেদুল ইসলাম  রংপুর বিভাগ ১০ ৩.৬১ ৬/৮১
মাহমুদুল হাসান রংপুর বিভাগ ৩.০৬ ৪/২৯
এনামুল হক জুনিয়র সিলেট  বিভাগ ২.৭২ ৬/১৬৫
আল-আমিন হোসেন খুলনা বিভাগ ২.৯৭ ৪/৬৭
ফরহাদ রেজা  রাজশাহী বিভাগ ৩.১১ ৪/৩০
সোহাগ গাজি বরিশাল  বিভাগ ৩.৩১ ৩/৪১
তাইজুল ইসলাম  রাজশাহী বিভাগ ৪.০৭ ৩/৫৫

 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball