বিকেএসপিতে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

ছবি: জিম্বাবুয়ে

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। কিন্তু সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত বিসিবি একাদশের বিপক্ষে এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার পরিবর্তে বিপদেই পড়েছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত টসে জিতে ব্যাটিং করতে নেমে ২২ ওভারে ৬৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে হ্যামিল্টন মাসাকাদজার দলটি। বর্তমানে ক্রিজে যথাক্রমে ৩৭ এবং ৮ রান নিয়ে অপরাজিত আছেন হ্যামিল্টন মাসাকাদজা এবং এল্টন চিগুম্বুরা।
ব্যাটিং বিপর্যয়ের শুরু---
এদিন সকাল সাড়ে ৯ টায় ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৭ রান তুলতেই ওপেনার ক্রেইগ আরভিনের উইকেটটি হারিয়ে বসে জিম্বাবুয়াইনস দল। ইবাদত হোসেনের বলে উইকেটরক্ষক জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরভিন।
টিকতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরও। দলীয় ১৪ রানের মাথায় তাঁকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন টাইগারদের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

মাত্র ৬ রান করে টেইলর ফিরলে দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব বর্তেছিল শন উইলিমাসের ওপর। কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনিও। ইবাদত হোসেনের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
বেশ কয়েক মাস পর জাতীয় দলে ফেরা অভিজ্ঞ সিকান্দার রাজা নেমেছিলেন এরপরে দলের হাল ধরতে। তবে ৯ রান করে মোহর শেখ এলবিডব্লিউ করে ফিরিয়েছেন তাঁকে।
মাসাকাদজার লড়াই--
তবে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও আরেক প্রান্ত আগলে রেখেছেন অধিনায়ক মাসাকাদজা। নতুন ব্যাটসম্যান পিটার মুরকে সাথে নিয়ে ১৯ রানের ছোট একটি জুটি গড়ে বিপদমুক্তর প্রচেষ্টা চালাচ্ছিলেন তিনি।
কিন্তু ৪ রান করা মুরকে সাইফুদ্দিনের হাতে ক্যাচ বানিয়ে আর সেই লক্ষ্য পূরণ করতে দেননি ইমরান আলি। দলীয় ৪৭ রানের মাথায় পঞ্চম উইকেট হারানো জিম্বাবুইয়ানদের ব্যাটিংয়ের হাল ধরতে ক্রিজে এসেছেন অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা। তাঁকে সাথে নিয়ে এরই মধ্যে ২১ রানের জুটি গড়েছেন অধিনায়ক মাসাকাদজা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ-
সৌম্য সরকার (অধিনায়ক), ফজলে মাহমুদ, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন, জাকির হাসান (উইকেটরক্ষক), আরিফুল হক, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসিন আরাফাত, ইবাদত হোসেন, ইমরান আলি, নাইম হাসান, মোহর শেখ।
জিম্বাবুইয়ানস-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর (উইকেটরক্ষক), এল্টন চিগুম্বুরা, তারিসাই মুসাকান্দা, কাউল জারভিস, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, জন নাইউম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, সলোমন মিরে, ব্র্যান্ডন মাভুটা।