তুষারের তৃতীয় শতকে ড্র হল খুলনা-রংপুরের ম্যাচ

ছবি: তুষার ইমরান, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের শেষ দিন ঘরোয়া ক্রিকেটে আবারও একটি শতক হাঁকিয়েছেন দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান তুষার ইমরান। রংপুর বিভাগের বিপক্ষে খেলতে নেমে এবারের টুর্নামেন্টে তৃতীয় শতকের দেখা পেয়েছেন খুলনার এই ব্যাটসম্যান।
আর তুষারের ১০৩ রানের ইনিংসটির সুবাদে খুলনা ইনিংস ঘোষণা করে ৩৩৪ রানে। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে ওপেনার মেহেদি মারুফের উইকেটটি হারালেও জাহিদ জাবেদের অপরাজিত ৬৪ রানে ভর করে ১ উইকেট হারিয়ে ৯১ রান নিয়ে খেলা শেষ করে রংপুর। ফলে ম্যাচটি ড্র হয়।
এর আগে সকালে ৫ উইকেটে ১৮১ রান নিয়ে দিন শুরু করা খুলনা ব্যাট করতে নেমে শুরু থেকেই স্কোরবোর্ডে রান যোগ করতে থাকে। ৬৩ রান দিয়ে দিন শুরু করা তুষার ইমরান দেখে শুনে খেলে ৮ বাউন্ডারির সাহায্যে তুলে নেন তাঁর তৃতীয় শতক।

তবে এরপরএই ব্যক্তিগত ১০৩ রানে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান। তুষার ফিরলেও আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জিয়াউর রহমানের অর্ধশতকে লিড বাড়াতে থাকে খুলনা। কিন্তু ৬৩ রান করলে জিয়াউর আউট হলে পরবর্তীতে ৯ উইকেটে ৩৩৪ রানে ইনিংস ঘোষণা করে খুলনা।
উল্লেখ্য নিজেদের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিং করতে নেমে আনামুল হক, জিয়াউর রহমান এবং সৌম্য সরকারের অর্ধশতকে ৩০৪ রান সংগ্রহ করেছিল খুলনা। রংপুরের হয়ে সাজেদুল ইসলাম একাই নিয়েছিলেন ৬ উইকেট। আর ২টি উইকেট শিকার করেছেন সঞ্জিত সাহা।
খুলনার এই রানের জবাবে খেলতে নামার পর সৌম্যর পাঁচ উইকেটের সুবাদে ৩১৫ রানে গুটিয়ে যায় রংপুর। সৌম্য ছাড়াও ৪টি উইকেট পেয়েছিলেন আল-আমিন হোসেন। বল হাতে কারিশমা দেখানোর পর প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেন জাতীয় দলের ওপেনার সৌম্য। ৭১ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি ম্যাচটির তৃতীয় দিন।
খুলনা বিভাগ একাদশ-
রবিউল ইসলাম রবি, আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তুষার ইমরান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, মেহেদি হাসান, বিশ্বনাথ হালদার, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক (অধিনায়ক)।
রংপুর বিভাগ একাদশ-
জাহিদ জাবেদ, মেহেদি মারুফ, মাহমুদুল হাসান, তানবির হায়দার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), নাইম ইসলাম, মোহাম্মদ সাদ্দাম, সাজেদুল ইসলাম (অধিনায়ক), সোহরাওয়ার্দি শুভ, রবিউল হক, সঞ্জিত সাহা।