হোয়াইটওয়াশ হয়েও আত্মবিশ্বাস হারায়নি জিম্বাবুয়ে

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশের পর বাংলাদেশ সিরিজ কিছুটা চ্যালেঞ্জিং জিম্বাবুয়ের জন্য। তবে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা জানিয়েছেন, চ্যালেঞ্জের কারণ হোয়াইটওয়াশ নয়। তাঁর মতে আন্তর্জাতিক ক্রিকেট মানেই চ্যালেঞ্জ।
আফ্রিকার বিপক্ষে কোন ম্যাচ না জিতলেও লড়াই করেছে মাসাকাদজারা। কয়েকটি ম্যাচে তো আফ্রিকানদের বুকে কাঁপুনিই ধরিয়ে দিয়েছিল দলটি। তাই সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাসে আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজেও ভাল করতে চাইবে দলের ক্রিকেটাররা, মনে করছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

'হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই একধরনের পরীক্ষা। আমরা দক্ষিণ আফ্রিকায় কোন ম্যাচ না জিতলেও অনেক ইতিবাচক দিক অর্জন করেছি। আমরা তাদের কয়েকবার শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছি। সেই দিক থেকে ছেলেরা এই সিরিজে ভাল করার অপেক্ষায় থাকবে,' মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের বলেছিলেন মাসাকাদজা।
এদিকে দীর্ঘদিন হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়াম ক্রিমার। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পরেছিলেন এই স্পিনার। বাংলাদেশের বিপক্ষেও দলের সাথে যোগ দিতে পারেননি তিনি।
তবে এতে হতাশ নন দলের অধিনায়ক মাসাকাদজা। কারণ প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া দলের তরুণ লেগ স্পিনার ব্রেন্ডন মাভুটার পারফর্মেন্সে মুগ্ধ তিনি। দারুণ পারফর্ম করে তিন ম্যাচে চার উইকেট কুড়িয়েছেন এই স্পিনার। তাই উপমহাদেশের স্পিন কন্ডিশনে মাভুটার পারফর্মেন্সের উপর আস্থা রাখছেন জিম্বাবুয়ে অধিনায়ক।
'সে এখন ইনজুরি কারণে দলে নেই। সুতরাং আলাদা করে হতাশ হওয়ার কিছু নেই। তরুন লেগ স্পিনার, সে দক্ষিণ আফ্রিকায় ভাল করেছে, যা তাঁর প্রথম অ্যাওয়ে সিরিজ ছিল। সে ভাল বল করছে। সে উপমহাদেশের কন্ডিশনে কেমন করে, সেটার দেখতে চাইব।'