রংপুরের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য সৌম্যর

ছবি: সৌম্য সরকার

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার সৌম্য সরকার প্রথম ইনিংসে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন। এরপর বল হাতেও চমক দেখিয়েছেন তিনি। শিকার করেছেন ৫ টি উইকেট। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হেসেছে সৌম্যর। আউট হয়েছেন ৭১ রানের ইনিংস খেলে।
খুলনা বিভাগ তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টায়ার-১ এর ম্যাচের তৃতীয় দিনে আজ বুধবার (১৭ অক্টোবর) একাই রংপুরের শেষ ৫ ব্যাটসম্যানকে তুলে নিয়ে ৩১৪ রানে গুটিয়ে দেন পার্ট টাইম বোলার সৌম্য সরকার।

খুলনার হয়ে ৪ উইকেট দখল করেছেন আল-আমিন হোসেন। এই দুই বোলারের তোপের মাঝেও ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তানবির হায়দার। এর ফলে ১১ রানের লিড নিয়ে ৩১৫ রানে থামে রংপুরের প্রথম ইনিংস।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ৪৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এনামুল হক ৭ ও রবিউল ইসলাম ২০ রান করে সাজঘরে ফেরেন। এরপর তৃতীয় উইকেটে তুষার ইমরানকে নিয়ে ইনিংস মেরামত করেন সৌম্য।
দুজনে মিলে ১০৬ রানের জুটিও গড়েন। কিন্তু ১১৪ বলে ৭ চারে ৭১ রান করে মাহমুদুল হাসানের বলে এলবি হয়ে সৌম্য বিদায় নিলে ভেঙে যায় এই জুটি। সৌম্যর বিদায়ের পর আফিফ হোসেন (৩) দ্রুতই সাজঘরে ফেরেন।
দিনের শেষ বলে যখন মাহমুদুল হাসানের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন নুরুল হাসান (৩), খুলনার সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ১৮১ রান। খুলনার লিড এখন ১৭০ রানের।হাতে আছে ৫ টি উইকেট।
তুষার ইমরান অপরাজিত আছেন ৬৩ রান করে। নিজেদের প্রথম ইনিংসে ৩০৪ রানে অল আউট হয়েছিল খুলনা। দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ তুষার ইমরানের ব্যাটের দিকে তাকিয়ে দলটি।