রাজিন ও জাকিরের ব্যাটে বড় স্কোরের আভাস সিলেটের

ছবি: রাজিন সালেহ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান এনসিলে ঢাকা এবং সিলেট বিভাগের মধ্যকার তৃতীয় রাউন্ডের ম্যাচটির প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আজ কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন খেলতে নেমে জাকির হাসান এবং রাজিন সালেহর জোড়া অর্ধশতকে ২ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শেষ করেছে সিলেট। জাকির ৮৪ এবং সালেহ অপরাজিত আছেন ৬৪ রান নিয়ে।
এদিন শুরুতে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ঢাকা বিভাগের অধিনায়ক নাদিফ চৌধুরী। এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন এবং তৌফিক খানের ৭৬ রানের জুটিতে দারুণ সূচনা পায় সিলেট।
৩৫ রান করা তৌফিক উইকেটরক্ষক মাহবুবুল আলম অনিকের হাতে ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙ্গেন ঢাকার বাঁহাতি স্পিনার তাইবুর রহমান। এরপর ৪১ রান করে অধিনায়ক ইমতিয়াজও ফেরেন শুভাগত হোমের বলে।

তবে দলপতি ফিরলেও দারুণ ব্যাটিং করে আর উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করেন সালেহ এবং জাকির। এরই মধ্যে ১৪৭ রানের অপরাজিত জুটি গড়েছেন তাঁরা।
সিলেট বিভাগ একাদশ-
ইমতিয়াজ হোসেন (অধিনায়ক), তৌফিক খান, জাকির হাসান (উইকেটরক্ষক), রাজিন সালেহ, অলোক কাপালি, শাহানুর রহমান, এনামুল হক জুনিয়র, নাবিল সামাদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, রুমন আহমেদ।
ঢাকা বিভাগ একাদশ-
নাদিফ চৌধুরী (অধিনায়ক), শুভাগত হোম, মোশাররফ হোসেন রুবেল, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল হোসেন মিলন, জয়রাজ শেখ, সাইফ হাসান, মাহবুবুল আলম অনিক (উইকেটরক্ষক), সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন।