আত্মবিশ্বাসের পালে হাওয়া এনে দিয়েছেন রাজা

ছবি: সিকান্দার রাজা, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুইয়ান ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা। আর দেশের হয়ে ৮৫টি ওয়ানডে খেলা রাজার ফেরায় দারুণ খুশি জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
তাঁর মতে রাজার ফেরাটি দলের আত্মবিশ্বাসের পালে হাওয়া প্রদান করবে যথেষ্ট। টাইগারদের বিপক্ষে আগামী ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাসাকাদজা বলেছেন,

'সবাইকে ফিট হিসেবে দলে পাওয়া ভাল দিক, সবাই মুখিয়ে আছে খেলার জন্য। রাজা দলে যোগ দেয়া অবশ্যই বড় ব্যাপার। সে অনেক দিক থেকে দলে অবদান রাখে। ব্যাটে বলে ও ফিল্ডিংয়ে সে খুবই ভাল। তাঁকে জিম্বাবুয়ে সেট আপে পাওয়া ভাল খবর।'
উল্লেখ্য জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর বোর্ডের অনাপত্তিপত্র বা এনওসি ছাড়া ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে খেলতে যাওয়ায় রাজার সাথে কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার সম্ভাবনা কম ছিল তাঁর।তবে এরই মধ্যে তাঁর সাথে ঝামেলা মিটে গিয়েছে বোর্ডের বিধায় খেলতে বাঁধা থাকছে না তাঁর। রাজা ফেরার কারণে স্বাভাবিকভাবেই শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে জিম্বাবুয়ের।
কেননা বাংলাদেশ ক্রিকেটের সাথে অনেক আগে থেকেই পরিচিত রাজা। গত ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরে গাজি গ্রুপের হয়ে খেলে গিয়েছেন তিনি। আর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসর চিটাগাং ভাইকিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই ক্রিকেটার।