ফরহাদ-তাইজুলদের তোপের মুখে বরিশাল

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচঃ- বরিশাল বিভাগ বনাম রাজশাহী বিভাগ
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- রাজশাহী বিভাগ
বরিশাল প্রথম ইনিংসঃ- ৬৮/৫
ম্যাচঃ- সিলেট বিভাগ বনাম ঢাকা বিভাগ
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ঢাকা বিভাগ
সিলেট প্রথম ইনিংসঃ- ১৭/০
বৃষ্টির কারণে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচের প্রথম দুইদিন মাঠে গড়ায়নি। বরিশালের বিভাগীয় স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে স্বাগতিক বরিশালের বিপক্ষে খেলছে রাজশাহী।

আর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে খেলছে সিলেট ও ঢাকা বিভাগ। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় প্রথম দুই দিনে টসও সম্পন্ন হয়নি কোন ম্যাচেই!
যদিও তৃতীয় দিনে আবহাওয়া ভাল থাকায় দুটো খেলাই হচ্ছে বুধবার। রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমেছে বরিশাল। তবে নেমেই রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়েছে তাঁরা।
৬৮ রানেই হারিয়েছে পাঁচ উইকেট। রাজশাহীর হয়ে এখন পর্যন্ত তাইজুল ইসলাম দুইটি, ফরহাদ রেজা একটি ও মোক্তার আলী একটি উইকেট নিয়েছেন। বরিশালের হয়ে উইকেটে আছেন আল আমিন (২২*) ও নুরুজ্জামান (০*)
এদিকে সিলেটের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেঁছে নিয়েছে ঢাকা বিভাগ। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করেছে সিলেট।