promotional_ad

দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার মিলেছে উমেশ যাদবের

ছবিঃ- এএফপি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভাল বোলিংয়ের পুরস্কার পাচ্ছেন ভারতীয় পেসার উমেশ যাদব। টেস্ট সিরিজের পরে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াডে জায়গা হয়েছে তাঁর।


তবে দলে জায়গা পাওয়াটা রীতিমতো ভাগ্যই তাঁর জন্যে। কেননা শারদুল ঠাকুরের ইনজুরির কারণেই স্কোয়াডে ঢুকেছেন তিনি। ৩০ বছর বয়সী এই পেসার মূলত জায়গা পেয়েছেন হায়দ্রাবাদ টেস্টে দারুণ পারফর্মেন্সের কারণে।


promotional_ad

সেই টেস্টের প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৮৮ রান খরচায় ছয় উইকেট, এছাড়া দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪৫ রান খরচায় চার উইকেট। সবমিলিয়ে দুই ইনিংসে তিনি নিয়েছিলেন দশ উইকেট, জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কারও।  


আর তাঁর এমন পারফর্মেন্সই তাঁকে ওয়ানডে দলের জন্য বিবেচিত করেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় বোর্ডের একটি সূত্র। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে ভারত।


এরপরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২১ই অক্টোবর। ওয়ানডে সিরিজের পরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।


প্রথম দুই ওয়ানডেতে ভারতের স্কোয়াডঃ- ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রায়ুডু, মানিশ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, খলিল আহমেদ, উমেশ যাদব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball