promotional_ad

বিশ্বকাপ ট্রফির দেখা মিলবে কোথায়?

বিশ্বকাপ ট্রফি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৯ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে! ১৭ই অক্টোবর (বুধবার) ভোরে ট্রফিটি ঢাকা পৌঁছানোর পরে নেওয়া হবে হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।


সেখানেই সকাল ১০.৩০ মিনিট থেকে ইউনিসেফের আওতায় থাকা সুবিধাবঞ্চিত শিশুরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে। এরপরে বেলা ১২ টায় তৃতীয় দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করে ছবি তুলবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।


এরপরে ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) ট্রফিটি নেওয়া হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। সেখানে বর্ণীল এই ট্রফিটি কাছ থেকে একনজর দেখার সুযোগ পাবে সর্বসাধারণ।


promotional_ad

ঢাকায় দুইদিন অবস্থানের পরে ১৯ অক্টোবর (শুক্রবার) ট্রফিটি নেওয়া হবে সিলেটে। সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০.৩০ মিনিটে ইউনিসেফের আওতায় থাকা সেখানকার সুবিধাবঞ্চিত শিশুরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে।


এরপরে তা সর্বসাধারণের প্রদর্শনের উন্মুক্ত রাখা হবে। সেদিন বেলা ৪.৩০ মিনিটে ট্রফিটি নেওয়া হবে সিলেট ক্যাডেট কলেজ প্রাঙ্গণে। এরপরে ২০ই অক্টোবর (শনিবার) চট্টগ্রামে নেওয়া হবে ট্রফিটি।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০.৩০ মিনিটে আবারও ছবি তুলতে পারবে ইউনিসেফের সুবিধাবঞ্চিত শিশুরা। এরপরে তা সেখানকার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 


তিনটি জায়গা ঘুরে বাংলাদেশ থেকে নেপালে যাবে ট্রফিটি। এরপরে পর্যায়ক্রমে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি হয়ে সামনের বছরের ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে পৌঁছাবে।


বিশ্বকাপের শেষ পর্যন্ত ট্রফিটি ওখানেই থাকবে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিশ্ব ভ্রমণে বের হয় বিশ্বকাপ ট্রফিটি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নয় মাসে মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করার শিডিউল রয়েছে ট্রফিটির। বর্তমানে পাকিস্তানে আছে এই ট্রফি, সেখান থেকেই বুধবার ঢাকায় আনা হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball