ঢাকাকে এগিয়ে রাখলেন তাসকিন

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিনশ রানের নিচে অলআউট হয়েও দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে ঢাকা মেট্রো। জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) খেলায় চট্টগ্রাম বিভাগ নিজেদের প্রথম ইনিংসে এখনো পিছিয়ে আছে ১০০ রানে, হাতে চার উইকেট।
বগুড়ায় শহিদ চান্দু স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মেট্রোর বোলারদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। সাদিকুর রহমানকে দুই রানেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ।
পিনাক ঘোষের (১২) উইকেটটি নিয়েছেন আরাফাত সানি। আর মমিনুল হককে (৩৪) ফিরিয়েছেন মোহাম্মদ আশরাফুল। এরপরে তাসামুল হকের সঙ্গে জুটি গড়তে থাকেন ইয়াসির আলী।

কিন্তু দলীয় একশ রান পার হওয়ার পরেই চট্টগ্রাম শিবিরে আবারও আঘাত হানেন তাসকিন। ইয়াসিরকে ২৯ রানে এবং উইকেটরক্ষক মাহিদুল ইসলামকে শুন্য রানে ফিরিয়ে নেন তিনি।
এরপরে নাঈম হাসানকে আট রানে বোল্ড করে ফেরান শহিদুল ইসলাম। তবে একপাশ আগলে রেখে চট্টগ্রামের হয়ে একাই লড়ছেন তাসামুল। নয়টি চার ও একটি ছক্কায় ৮১ রান করে অপরাজিত আছেন তিনি।
সঙ্গে মেহেদী হাসান রানার সংগ্রহ ১৫* রান। ম্যাচের দিন শেষে চট্টগ্রামের বর্তমান অবস্থান ছয় উইকেট হারিয়ে ১৮৭ রান।
মেট্রোর হয়ে তিনটি উইকেট শিকার করেছেন তাসকিন। আগের দিনে ২৬৬ রানে থাকা মেট্রো এদিনে অলআউট ???য়েছে ২৮৭ রানে। জাবিদ হোসেন করেছেন ৯০ রান।
দ্বিতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- চট্টগ্রাম বিভাগ
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ২৮৭/১০
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ- ১৮৭/৬
(তাসামুল ৮১*, মমিনুল ৩৪; তাসকিন ৩/৪৬)
দ্বিতীয় দিনশেষে ১০০ রানে পিছিয়ে চট্টগ্রাম, হাতে চার উইকেট