নিষেধাজ্ঞার কবলে স্টুয়ার্ট ল

ছবি: স্টুয়ারর্ট ল, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে উইন্ডিজ ক্রিকেট দলের প্রধান কোচ স্টুয়ার্ট লকে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভিরাট কোহলির দলের বিপক্ষে হায়দ্রাবাদে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে আচরণবিধি লঙ্ঘ করার কারণে এই শাস্তি পেয়েছেন ল।
পাশাপাশি ম্যাচ ফির শতভাগ জরিমানাসহ নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তাঁর। এই নিষেধাজ্ঞার ফলে দলের সাথে ড্রেসিং রুমে থাকতে পারছেন না তিনি বলে জানিয়েছে আইসিসি।
এর আগে ২০১৭ সালের মে ডমিনিকায় পাকিস্তানের বিপক্ষে টেস্টেও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ল। হায়দ্রাবাদ টেস্টে আরও তিনটি পয়েন্ট পাওয়ায় আইসিসির ৭.৬ ধারা অনুযায়ী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ।

ঘটনার মূল সুত্রপাত হয়েছিল হায়দ্রাবাদ টেস্টের পঞ্চম দিন। দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে রবিচন্দ্র অশ্বিনের করা বলে আজিংকা রাহানের হাতে স্লিপে ক্যাচ দিয়েছিলেন উইন্ডিজ ওপেনার কাইরন পাওয়েল।
তবে ক্যাচটি এমনভাবে নিয়েছিলেন রাহানে যেন খালি চোখে মনে হয়েছিল বলটি মাটিতে স্পর্শ করেছে! কিন্তু পরবর্তীতে তৃতীয় আম্পায়ার বেশ কয়েকবার ভিডিও ফুটেজ দেখার পর সেটিকে আউট দেন। আর এখানেই আপত্তি ছিল উইন্ডিজ কোচের।
পাওয়েলকে আউট দেয়ার পর সোজা চতুর্থ আম্পায়ারের কাছে চলে যান ল এবং সেখানে খেলোয়াড়দের উপস্থিতিতে সরাসরি বাজে মন্তব্য করে বসেন তিনি। আইসিসি তাদের বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছে।
এর মাধ্যমে আইসিসির কোড অফ কন্ড্যাক্টের লেভেল ২ এবং ২.৭ ধারা ভঙ্গ করেছেন ল। শাস্তিটি এরই মধ্যে মেনে নিয়েছেন ল বিধায় আর কোন শুনানির প্রয়োজন পড়ছে না।
উল্লেখ্য ভারতের বিপক্ষে সিরিজের পর উইন্ডিজদের হয়ে সর্বশেষ অ্যাসাইনমেন্ট হিসেবে বাংলাদেশ সফরে আসবেন স্টুয়ার্ট ল। এরপরে ইংলিশ কাউন্টিতে কোচিং করাবেন তিনি।