'অভিজ্ঞতার' আলোকে ভাসতে নারাজ লিটন

ছবি: লিটন দাস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কবজির ইনজুরির কারণে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের টাইগার স্কোয়াডে থাকছেন না তামিমের মত অভিজ্ঞ ওপেনার। তাঁর পরিবর্তে লিটন কুমার দাসের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে তরুণ নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুনকে।
তবে এই দুই ওপেনারের থেকে অভিজ্ঞতার আলোকে কিছুটা এগিয়েই থাকছেন লিটন। কেননা এখন পর্যন্ত মিথুন মাত্র ৯টি এবং শান্ত ৩টি ওয়ানডে খেললেও লিটনের ম্যাচ খেলার সংখ্যা ১৮টি।

যদিও লিটনের কাছে এই অভিজ্ঞতার বিষয়টি খুব একটা গুরুত্ব পাচ্ছে না। কেননা তাঁর মতে ওপেনিংয়ে তামিম ইকবালের জায়গা পাকা থাকলেও কেউই তাঁর সঙ্গী হিসেবে থিতু হতে পারেননি। এই ক্ষেত্রে নিজেকেও এক কাতারে রেখেছেন তিনি। লিটন বলেছেন,
'আমিও যে দলে নিয়মিত ছিলাম, তাও না। তামিম ভাই ছিল নিয়মিত। তাঁর সাথে সাথে সবাই আসা যাওয়ার মধ্যে ছিল। তাই কারো নিয়মিত হওয়ার কোন সুযোগই ছিল না। আমার সাথে যে সঙ্গী হবে, সেও নতুন হবে, আমিও নতুন।'
তবে অভিজ্ঞতার দিক থেকে না হোক, অন্তত আত্মবিশ্বাসের দিক থেকে যে ভাল অবস্থানে আছেন লিটন এতে কোন সন্দেহ নেই। এশিয়া কাপের ফাইনালে শতক হাঁকানো এই ব্যাটসম্যান নিজেও স্বীকার করলেন বিষয়টি।
যদিও সবকিছুই নির্ভর করে প্রতিটি ম্যাচের ওপরে বিধায় পূর্ণ আত্মবিশ্বাসী থাকা উচিৎ নয় বলেই বিশ্বাস লিটনের। তাঁর ভাষায়.
'হ্যাঁ, আত্মবিশ্বাসের জায়গা থেকে একটু ভাল জায়গায় আছি হয়তো। কিন্তু আমি আগেও বলেছি, প্রতিটা ম্যাচ নির্ভর করে সেই দিনের ওপরে। হতে পারে পরের ম্যাচে আমি শুন্যও করতে পারি। সেই আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে কোন লাভ নেই।