promotional_ad

তামিম-মুশফিকদের সাফল্যের কারণ

তামিম ও মুশফিক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম যখন তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন তখন তাঁদের ব্যাটিং গড় খুব একটা ভাল ছিল না। ব্যাট হাতে নিজেদের প্রমাণ করতেও বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁদের একটা সময়। কিন্তু চাপের মুখে ভেঙ্গে না পড়ে নিজেদের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করেছেন তাঁরা এবং নিজেদের প্রমাণও করেছেন।  


যেমন পূর্বে স্পিনারদের বিপক্ষে খেলতে তামিম গলদঘর্ম হলেও দীর্ঘ সময় এই ব্যাপারটি নিয়ে কাজ করার ফলে সমস্যাটি আর এখন নেই তাঁর। পাশাপাশি ব্যাটিং গড়ও উন্নতি হয়েছে বেশ। বাংলাদেশের অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেছেন,



promotional_ad

'তামিম এবং মুশফিকেরও অনেক কম ব্যাটিং গড় ছিল যখন তাঁরা আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করে, কিন্তু তাঁরা নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছিল। উদাহরণ স্বরূপ তামিম এর আগে লেগ সাইডে ভাল খেলত না, তবে সে পরবর্তী দুই বছর এই জায়গায় কাজ করেছে এবং স্পিনারদের বিপক্ষেও কাজ করেছে। তাঁরা (তামিম, মুশফিক) তাঁদের খেলা নিয়ে কাজ করেছে এবং ক্রমান্বয়ে এই অবস্থানে আসতে পেরেছে।'


আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে প্রতিটি ক্রিকেটারকেই যে নিজেদের দুর্বলতা এবং শক্তিমত্তা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে সেটিও নির্দিষ্ট করে জানিয়েছেন সালাউদ্দিন। তাঁর ভাষায়, 


'যদি কেউ তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার ভালভাবে শুরু করে এর মানে হল তাঁর মধ্যে সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। কিছুদিন পর থেকে প্রতিপক্ষ তাঁর দুর্বলতা এবং শক্তিমত্তা নিয়ে কাজ শুরু করবে এবং ক্রিকেটারকে নিজেও কিছু নির্দিষ্ট জায়গায় কাজ করতে হবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball