মঙ্গলবার বাংলাদেশ মিশনে আসছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ক্রিকেট দল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখার কথা রয়েছে দলটির।


ওয়ানডে সিরিজের আগে আগামী ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারী জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।


promotional_ad

আগামী ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে সিলেটে পা রাখবে জিম্বাবুয়ে দল। এখানেই ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি।


এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট আঙিনায় পা রাখবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ সিরিজের আগে জিম্বাবুয়ের সময়টা মোটেই ভালো যায়নি।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। এরপর টি-টুয়েন্টি সিরিজও হাতছাড়া হয়েছে জিম্বাবুয়ের। তিন ম্যাচের প্রথম দুটিতে জিতে টি-টুয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা।


তবে, বৃষ্টির কারণে শেষ ম্যাচটি মাঠে না গড়ালে খালি হাতেই ফিরতে হয়েছে জিম্বাবুয়েকে। বাংলাদেশ সফরে হতাশা ভুলে ভালো পারফর্মেন্স করার স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball