সাজেদুলের দাপটের দিনে শেষ হাসি খুলনার

ছবি: সৌম্য সরকার

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক খুলনা বিভাগ এবং রংপুর বিভাগ। সৌম্য-বিজয়ের ফিফটি এবং লেজের সারির ব্যাটসম্যানদের নৈপুণ্যে বড় সংগ্রহের (সাত উইকেটে ২৭২ রান) পথে তাঁরা।
শুরুতে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে রংপুর। তবে দলীয় ২৩ রানেই ওপেনার রবিউল ইসলামের (১২) উইকেট হারিয়েছে তাঁরা। এরপরে ১১১ রানের দারুণ একটি জুটি গড়েছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার।

ফিফটি করে বেশিক্ষন উইকেটে থাকেননি বিজয়। সঞ্জিত সাহার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তাঁর সংগ্রহ পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৬ রান। এরপরে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির আভাস দিয়ে ফিরেছেন সৌম্য।
সাজেদুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে আটটি চার ও একটি ছক্কায় করেছেন ৭৬ রান। সাজেদুলের তৃতীয় শিকার হয়ে সৌম্যের পিছু নিয়েছেন তুষার ইমরানও (১২)।
তার কিছুক্ষন পরেই সাজেদুলের বলে বোল্ড হয়ে ফিরেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও (১০)। আফিফ হোসেন ধ্রুবকে (১৫) ফিরিয়েছেন সঞ্জিত সাহা। ২০২ রানে ছয় উইকেট হারানো খুলনার ইনিংস পুনরায় মেরামত করেছেন জিয়াউর রহমান এবং মেহেদি হাসান।
দুজনে মিলে গড়েছেন ৬৫ রানের জুটি। মেহেদি ফিরেছেন ৩৭ রান করে। দিনশেষে জিয়াউর রহমান আছেন ৩৩* রানে। সঙ্গে খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক (০*)। প্রথম দিনশেষে খুলনার প্রথম ইনিংসের সংগ্রহ সাত উইকেটে ২৭২ রান। সাজেদুলের শিকার চারটি উইকেট।
প্রথম দিনশেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- রংপুর বিভাগ
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ২৭২/৭ (৮৬ ওভার)
(সৌম্য ৭৬, বিজয় ৫৬, মেহেদি ৩৭, জিয়াউর ৩৩* ; সাজেদুল ৪/৫৭)