promotional_ad

চোখ এক-দুই রানে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মূল উইকেটে প্রধান কোচ স্টিভ রোডস থ্রো ডাউন করছেন। মিড অন, মিড অফে জাল লাগানো। স্কয়ার অফ দ্য উইকেটেও জাল দিয়ে নিশানা ঠিক করা আছে। মিড উইকেট ও কাভার অঞ্চল ফাঁকা। ব্যাটসম্যানদের পরীক্ষা, মিড অন, মিড অফ ও স্কয়ার অব দ্য উইকেটে সফট হ্যান্ডে খেলে এক দুই রানের জন্য খেলার চেষ্টা করা। 


রোডসের এই বিশেষ ক্লাসে দেখা গেল মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন দাস ও মোহাম্মদ মিথুনদের। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরাও একই অনুশীলন করে গেছেন। প্রায় দুই ঘণ্টার মত স্কোয়াডের সব ব্যাটসম্যানের পরীক্ষা নেন স্টিভ রোডস।



promotional_ad

স্কোয়াডের নতুন সদস্য ফজলে রাব্বি, এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকলেও রোডসের এমন ব্যাটিং অনুশীলনের সাথে খুব একটা পরিচিত নন। তিনি জানালেন, প্রান্ত বদল করে খেলায় দক্ষতা বাড়াতেই এই অনুশীলনের উদ্দেশ্য।


'এখানে যেটা হয়েছে, আপনারা দেখেছেন। আমরা এখানে প্রান্ত বদল করে খেলা নিয়ে কাজ করেছি । নতুন নতুন জিনিস আছে, ছোট ছোট ব্যাপার, এইসব নিয়েই কাজ করছি,' সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ফজলে রাব্বি। 


ব্যাটিং এর খুঁটিনাটির দিকেই চোখ প্রধান কোচের। মিডেল ওভারে ডট বল কমে আসুক, বাড়ুন এক-দুই রানের সংখ্যা। রাব্বির ভাষ্য মতে, 'এত দ্রুত অনেক কিছু পরিবর্তন করা সম্ভব না। ছোট ছোট ব্যাপার, যার মধ্যে পরিবর্তন আনলে খেলাটা ভাল হয়, সেই দিকেই মনোযোগ দিচ্ছি।'



জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৫ তারিখ থেকে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ব্যস্ত সময় কাটিয়েছেন বোলাররাও। একাডেমী মাঠে দুই বোলিং কোচ সুনিল যোশি ও কোর্টনি ওয়ালশ আলাদা ভাবে কাজ করেছেন স্কোয়াডে থাকা বোলারদের নিয়ে।


এছাড়া ইনডোরে আলাদা অনুশীলন করতে দেখা গেছে মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball