ইনিংস বড় করতে পারলেন না বিজয়

ছবি: এনামুল হক বিজয়

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খু??নার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক খুলনা বিভাগ এবং রংপুর বিভাগ। ইতিমধ্যে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে রংপুর।
তবে দলীয় ২৩ রানেই ওপেনার রবিউল ইসলামের (১২) উইকেট হারিয়েছে তাঁরা। এরপরে ১১১ রানের সুন্দর একটি জুটি গড়েছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার।

তবে ফিফটি করে বেশিক্ষন উইকেটে থাকেননি বিজয়। সঞ্জিত সাহার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তাঁর সংগ্রহ পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৬ রান।
এই রিপোর্ট লিখার সময়ে সৌম্য করেছেন সাতটি চার ও একটি ছক্কায় ৫৯* রান। সাথে আছেন তুষার ইমরান (০*)। খুলনার প্রথম ইনিংসের রান দুই উইকেটে ১৪৪।
এদিকে দিনের আরেক খেলায় বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোপলিটন এবং চট্টগ্রাম বিভাগ। টসে জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে চট্টগ্রাম।
চট্টগ্রামের পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরেছেন মেট্রোর ওপেনার মোহাম্মদ নাইম (৯)। এরপরে আসরে দুর্দান্ত ফর্মে থাকা সাদমান ইসলামকে ৩৬ রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ।
২০ বলে শুন্য রান করে রানআউট হয়ে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। বর্তমানে শামসুরের সংগ্রহ ৪২* রান। উইকেটে আসলেন মেহরাব হোসেন জুনিয়র (০*)। ঢাকা মেট্রো সংগ্রহ করেছেন তিন উইকেটে ৯৩ রান।