promotional_ad

এপিএলে জাজাইয়ের এক ওভারে ছয় ছক্কা!

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন আফগানিস্তান ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই। আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) মোহাম্মদ নবীর বালখ লিজেন্ডসের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি।


কাবুল জোয়ানানের এই ব্যাটসম্যান এদিনে আবদুল্লাহ মাজারির এক ওভারে ছয়টি ছয় হাঁকিয়ে ওভারে ৩৭ (ওভারের তৃতীয় বল ওয়াইড থাকায় এক রান) রান নেন।



promotional_ad

এমনকি ১২ বলে ফিফটির দুর্দান্ত রেকর্ডটিও গড়েছেন তিনি। শেষ পর্যন্ত জাজাই মাঠ ছাড়েন ১৭ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলে। চারটি চার ও সাতটি ছক্কা ছিল এই ইনিংসে।


উল্লেখ্য, ছয় বলে ছয় হক্কা হাঁকানো এবং ১২ বলে ফিফটির রেকর্ড ক্রিকেটে নতুন না হলেও আফগানিস্তান প্রিমিয়ার লীগে এবং কোনও আফগানিস্তানের ক্রিকেটারের জন্য এটা এবারই প্রথম।


এর আগে ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে (স্টুয়ার্ট ব্রডের ওভারে) ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। সেই ম্যাচে ১২ বলে ফিফটিও করেছিলেন তিনি।



২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন প্রোটিয়া ওপেনার হার্শেল গিভস। এছাড়া ২০১৫ সালের বিগ ব্যাশ লীগে ক্রিস গেইলের ছিল ১২ বলে ফিফটির রেকর্ড।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball