জাতীয় লিগের তৃতীয় রাউন্ড মাঠে গড়াচ্ছে সোমবার

ছবি: চলছে জাতীয় লিগের ২০তম আসর

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের তৃতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াচ্ছে সোমবার। এদিন দুই স্তরের মোট চারটি ম্যাচ মাঠে গড়াবে।
প্রথম স্তরের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার মোকাবেলা করবে রংপুর বিভাগ। প্রথম স্তরের অন্য ম্যাচে বরিশাল জেলা স্টেডিয়ামে স্বাগতিক বরিশালের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী বিভাগ।
এদিন, দ্বিতীয় স্তরেরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় স্তরের প্রথম ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামবে সিলেট বিভাগ।
আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের মোকাবেলা করবে ঢাকা মেট্রো। দুই রাউন্ড শেষে প্রথম স্তরের পয়েন্ট তালিকার শীর্ষে আছে রাজশাহী বিভাগ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে খুলনা, বরিশাল ও রংপুর বিভাগ।
আর দ্বিতীয় স্তরে শীর্ষে ঢাকা মেট্রো। এরপর যথাক্রমে আছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। প্রথম রাউন্ডে জয়ের দেখা পেয়েছিল ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগ।
বাকি চার দলের দুটি ম্যাচই ড্রয়ের মুখ দেখেছিল। তবে, দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছে। মূলত ঘুর্নিঝড় তিতলির কারণে চতুর্থ দিনে কোনো দল মাঠেই নামতে পারেনি।
দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকাঃ
প্রথম স্তরঃ
দলের নাম |
মোট ম্যাচ |
মোট পয়েন্ট |
রাজশাহী বিভাগ |
২ ![]() |
৯.৪৮ |
খুলনা বিভাগ |
২ |
৬.৪১ |
বরিশাল বিভাগ |
২ |
৬.১১ |
রংপুর বিভাগ |
২ |
৪.৭৩ |
দ্বিতীয় স্তরঃ
দলের নাম |
মোট ম্যাচ |
মোট পয়েন্ট |
ঢাকা মেট্রো |
২ |
১৪.৭৫ |
ঢাকা বিভাগ |
২ |
১১.৫ |
চট্টগ্রাম বিভাগ |
২ |
৩.৫ |
সিলেট বিভাগ |
২ |
২.৫ |