'পার্শ্বনায়ক' মিথুনের আত্ম উপলব্ধি

ছবি: মোহাম্মদ মিথুন, সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬০ রান করে বাংলাদেশকে খাদের কিনারা থেকে উঠিয়ে এনেছিলেন মোহাম্মদ মিথুন। সেদিন মুশফিকুর রহিমের সাথে তাঁর ১৪৪ রানের জুটিটি না গড়ে উঠলে হয়ত ম্যাচের ফলাফল ভিন্নও হতে পারত।
তবে এরপরেও আক্ষেপ থেকেই যাচ্ছে মিথুনের। আর সেটি হল ইনিংস লম্বা করতে ব্যর্থ হওয়ার আক্ষেপ। যেক্ষেত্রে আবার অনেকটাই সফল ছিলেন মুশফিক। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ব্যাটিং করে তৃতীয় সেরা রান সংগ্রাহক হয়েছেন তিনি। পাশাপাশি কয়েকটি ম্যাচে দলকে শক্ত ভীতও গড়ে দিয়েছিলেন।

আর সেই কারণে পার্শ্বনায়কের তকমা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মিথুনকে। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান তাই বলেছেন, 'হ্যাঁ অবশ্যই, মুশফিক ভাই যেভাবে শেষ করেছে, আমি সেভাবে শেষ করতে পারি নি। আমি মাঝপথে এসে আউট হয়ে গেছি।'
অবশ্য শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতেই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও দারুণ খেলছিলেন মিথুন। তাঁর শরীরী ভাষা এবং শটেও ছিল যথেষ্ট পরিপক্বতার ছোঁয়া। কিন্তু সেটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি তিনি।
ব্যাট হাতে ক্রিজে সাবলীল ব্যাটিং করলেও মিথুনকে থামতে হয়েছে ৬৩ রান করেই। মাঝপথে এসে এভাবে বারবার আউট হওয়াতে হতাশ তিনি নিজেও। পুরো ওভার পর্যন্ত খেলতে পারলে মুশফিকের মত তিনিও লাইম লাইটে উঠে আসতেন বলে বিশ্বাস তাঁর। যদিও এরপরে সুযোগ আসলে কাজে লাগাতে চেষ্টা থাকবে বলে জানালেন তিনি,
'পরের বার এমন অবস্থা হলে চেষ্টা করব অবশ্যই শেষ করে আসার। আমি ওই জায়গা থেকে যদি শেষ করতে পারতাম, তাহলে আমি মেইন রোলে চলে আসতাম। এটা গুরুত্বপূর্ণ,' বলেন মিথুন।