ইংল্যান্ডকে এগিয়ে নিলেন মরগান

ছবি: ইয়োইন মরগান

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে বৃষ্টি আইনে (ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে) ৩১ রানে জিতেছে ইংল্যান্ড। এই জয়ে সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে তাঁরা।
টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৫০ ওভারে সংগ্রহ করেছে নয় উইকেটে ২৭৮ রান। ১১ টি চার ও দুটি ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেছেন ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগান।

ছয়টি চারে ৭১ রান আসে জো রুটের ব্যাট থেকে। এছাড়া জশ বাটলার করেছেন ২৮ রান এবং জনি বেয়ারস্টো করেছেন ২৬ রান। লঙ্কানদের হয়ে এদিনে পাঁচ উইকেট শিকার করেছেন লাসিথ মালিঙ্গা।
এরপরে বৃষ্টির বাঁধায় পড়লে শ্রীলংকার সামনে নতুন লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। সেই অনুযায়ী ২৯ ওভারে ১৭২ রান করতে হবে তাঁদের। এমন সমীকরণে ৭৪ রানেই পাঁচ উইকেট হারিয়েছে তাঁরা।
দলের প্রথম পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল কুশল পেরেরা (৩০)। এরপরে আর কোনো উইকেট না হারিয়ে ২৯ ওভারে ১৪০ রানেই থামে শ্রীলংকা।
ধনঞ্জয়া ডি সিলভা করেন ৩৬* রান। এছাড়া একটি চার ও তিনটি ছক্কায় ৪৪* রান করেন থিসারা পেরেরা। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস তিনটি উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- শ্রীলংকা
ইংল্যান্ডঃ- ২৭৮/৯ (৫০ ওভার)
(মরগান ৯২, রুট ৭১; মালিঙ্গা ৫/৪৪)
বৃষ্টি আইনে শ্রীলংকার নতুন লক্ষ্য ২৯ ওভারে ১৭২ রান
শ্রীলংকাঃ- ১৪০/৫ (২৯ ওভার)
(পেরেরা ৪৪*, ধনঞ্জয়া সিলভা ৩৬*; ওকস ৩/২৬)
ফলাফলঃ- বৃষ্টি আইনে ইংল্যান্ড ৩১ রানে জয়ী
ম্যাচসেরাঃ- ইয়োইন মরগান
সিরিজঃ- পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষে শ্রীলংকা ০- ইংল্যান্ড ১