আমাদের এক্সট্রা মনোযোগী হতে হবেঃ রুবেল

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শুধু ব্যাটসম্যান বা অলরাউন্ডাররা নয়, জাতীয় দলের ফিনিশিংয়ের দায়িত্ব নিতে জানতে হবে বোলারদেরও এমনটাই মনে করছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। শনিবার দিন গণমাধ্যমের সামনে জানান,
'বাংলাদেশ দলে এই ধরণের সিচুয়েশন বেশি হয়। বিগত ৯ বছর ধরেই দেখছি শেষের দিকে ম্যাচটা বের হয়ে যায়। আমরা যদি প্রথমে বোলিং করি, শেষে ব্যাটিং করি সবসময়ই দেখি লাস্টের ম্যাচটা চলে যায়।

'আমাদের যারা টেলএল্ডার ব্যাটসম্যান আছে আমাদের ওপর অবশ্যই টিম ম্যানেজমেন্ট আশা করে টেলএণ্ডাররা কিছু রান করুক। বা একটা ম্যাচ যদি জিতিয়ে দিতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করি। আমাদের এক্সট্রা মনোযোগী হতে হবে কি করে ১৫-২০ রান করতে পারি।'
এদিকে আসন্ন জিম্বাবুয়ে ইনজুরির কারণে দলের সঙ্গে নেই তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। রুবেল মনে করছেন তাঁদের অভাব ম্যাচে খুব একটা বোঝা যাবেনা।
দলে নতুন যারা আছেন, তাঁরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে এমনটাই মনে করছেন তিনি। ফজলে রাব্বি এবং সাইফুদ্দিনের প্রশংসা করে তিনি আরও জানান,
'সাকিব ভাই, তামিম ভাই আমাদের মেইন প্লেয়ার ও সেরা পারফর্মার। আমরা তাদের কে মিস করব। অবশ্য আমার মনে হয় না তা, কারণ সবাই তাদের জায়গায় ভাল করার সুযোগ পাবে। তারাও পারফরম্যান্সের জন্য মরিয়া হয়ে থাকবে।
'রাব্বি জাতীয় লিগে কিন্তু অনেক দিন ধরে খেলছে এবং পারফর্ম করে আসছে। ও ডিজার্ভ করে। সাইফউদ্দীন ভাল কামব্যাক করেছে। তারা সুযোগ পেলে তাদের জায়গা পাকাপোক্ত করতে চেষ্টা করবে।'