দুই কূলই হারাতে যাচ্ছেন মমিনুল?

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট এবং ওয়ানডে- দুই ফরম্যাটেই নিজের জায়গা পাকাপোক্ত রাখতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মমিনুলের ব্যাটিং, এমনটাই মনে করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। শনিবার দিন গণমাধ্যমের সামনে জানান,
'মমিনুল যদি রান করতে পারত (এশিয়া কাপে) তাহলে খুব ভাল হত। আমি সম্প্রতি তাঁর ব্যাটিং দেখেছি ওয়ানডেতে। সে এখন সম্পূর্ণ ভিন্ন একজন ব্যাটসম্যান। আমি নিশ্চিত না, ওয়ানডে ব্যাটিংয়ের ভাবনা তাঁর টেস্টের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনা।'
উল্লেখ্য, জিম্বাবুয়ে সিরিজে দল থেকে মমিনুলের বাদ পড়ার কারণই ব্যাখ্যা করছিলেন বাশার। আর তখনই লাইমলাইটে আসে মমিনুলের সাম্প্রতিক টেস্ট পারফর্মেন্স।

টেস্ট বিশেষজ্ঞ খ্যাত এই ব্যাটসম্যান শেষবার সেঞ্চুরির দেখা পেয়েছিলেন চলতি বছরের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে। এরপরে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে করেন ০ ও ১৩ রান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাঁর পারফর্মেন্স আরও ভয়াবহ।
সেখানে চার ইনিংসে করেছেন দুইটি ডাক সহ ১৬ রান। কিন্তু ওয়ানডে দলে সাম্প্রতিক সময়ে নিয়মিত ক্রিকেটারদের ইনজুরিতে দলে ডাক মিলছে মমিনুলের। কিন্তু ওয়ানডেতেও থিতু হওয়ার মতো কিছু করতে পারছেন না তিনি।
বাশারের আশঙ্কা, ওয়ানডেতে স্থায়ী হওয়ার ভাবনায় টেস্ট দল থেকে বাদ পড়বেন না তো মমিনুল? "টেস্ট ম্যাচে কিন্তু সম্প্রতি তাঁর কাছ থেকে প্রত্যাশিত পারফর্মেন্স পাইনি। টেস্টে কিন্তু সে আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। এটা অস্বীকার করার কিছু নেই, টেস্টে তাঁর ব্যাটিংটা আমাদের খুব দরকার।
'ওয়ানডে কিন্তু আমরা চালিয়ে নিতে পারছি, আমাদের বিকল্প আছে। কিন্তু টেস্ট মমিনুলের বিকল্প খুব কম। আমরা জানি না তাঁর ওয়ানডের ভাবনা তাঁর টেস্টের পারফর্মেন্সে ক্ষতি করছে কিনা, যেটা আমরা একদমই চাই না। এই মুহূর্তে তাঁকে আমরা টেস্টেই বেশি বিবেচনা করছি।'
এদিকে বিসিবিতে কথিত আছে, সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের চক্ষুশূল ছিলেন মমিনুল। নতুন কোচ স্টিভ রোডসের ক্ষেত্রেও কি তাই? বাশার পরিষ্কার করলেন তাঁর মতামত।
'এটা আসলে কোচদের নিজেদের ব্যাপার। সে কিন্তু একজন দারুন ফিল্ডার। আপনি যখন একটা দলে থাকবেন তখন পছন্দ অপছন্দ সবারই থাকে। এটা নতুন কিছু না। সব কোচের থাকে। মমিনুল পছন্দের তালিকায় পড়ে কিনা আমি জানি না। কিন্তু আমাদের পরিকল্পনার কথা আমরা পরিস্কার করলাম।'