promotional_ad

সাকিব শূন্যতায় বদলে যাচ্ছে বাংলাদেশ দল

সাকিব আল হাসান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


শীর্ষস্থানীয় অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতি জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ দল গঠনে বড় প্রভাব ফেলেছে। টপ অর্ডারে ব্যাট করার পাশাপাশি বল হাতে পুরো ১০ ওভারের কোটা পূর্ণ করার মত সামর্থ্যবান ক্রিকেটার হওয়ায় সাকিবের বদলী খুঁজে পাওয়া কঠিন।


সাকিব শুন্যতা পূরণের জন্য নির্বাচকদের পুরো টিম কম্বিনেশনেই বদল আনতে হচ্ছে। শনিবার নির্বাচক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ক্রিকবাজকে বলেছেন,


'সাকিব না থাকাতেই টিম কম্বিনেশনে পরিবর্তন আনতে হচ্ছে। তিন পাওয়ার প্লের ওয়ানডে ক্রিকেটে একই ফর্মুলায় এগোতে পারব না। সাফল্য পেতে অধিনায়কের হাতে যথেষ্ট বোলিং রশদ থাকতে হবে।'



promotional_ad

ওয়ানডে ফরম্যাটে মূল একাদশে সাকিব থাকলে সাত নম্বরে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর সুযোগ থাকে। গত কয়েক বছর ধরে এই পজিশনে নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেনের মত ব্যাটিং প্রধান অলরাউন্ডারকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।


কিন্তু সাকিব না থাকায় সাত নম্বর ব্যাটসম্যানের ওপর বাড়তি চাপ থাকে। বল হাতেও দলের হয়ে অবদান রাখতে হয়। তাই ব্যাটিং প্রধান অলরাউন্ডার ফর্মুলা থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা।


সমাধান হিসেবে বোলিং প্রধান অলরাউন্ডারের দিএক ঝুঁকতে হচ্ছে, যে কিনা বল হাতে ১০ ওভারের পাশাপাশি লোয়ার অর্ডারে দ্রুত কিছু রান যোগ করার সামর্থ্য রাখে। সেই চিন্তা থেকেই জানুয়ারি মাসে সর্বশেষ ওয়ানডে খেলা মোহাম্মদ সাইফুদ্দিনকে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে।


এশিয়া কাপে খেলা ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে দলের বাইরে রেখেছেন নির্বাচকরা। আরেক ব্যাটিং প্রধান অলরাউন্ডার আরিফুল হক স্কোয়াডে থাকলেও তাঁর বোলিংয়ে খুব একটা আস্থা নেই ক্রিকেট কর্তাদের। মিরপুরে সাংবাদিকদের হাবিবুল বাশার সুমন বলেছেন,



'দেখুন, ৭ নম্বরে আমরা একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিলাম। আপনি যেই দুজনের (আরিফুল, সৌম্য) নাম নিয়েছে তাঁরা কিন্তু মূলত ব্যাটিং অলরাউন্ডার। তাদের কাছ থেকে আমরা প্রথমে ব্যাটিং ও পরে বোলিং আশা করি। ৭ নম্বরে আমাদের আসলে বোলিং অলরাউন্ডার দরকার, যে মূলত বোলিং করে থাকেন, সাথে ব্যাটিংটা করতে পারবেন।এই জন্য আমরা সাইফউদ্দিনকে এই সিরিজে নিয়েছি।'


বাশার আরও বলেন, 'আমরা এখন পর্যন্ত ৭ নম্বরে যাকেই খেলিয়েছি, সবাই মূলত ব্যাটিং অলরাউন্ডার ছিল। এবার আমরা একটু পরিবর্তন করতে যাচ্ছি। এবার বোলিং অলরাউন্ডার চাচ্ছি, সেই জন্য সাইফুদ্দিন দলে। আমরা একটু দেখতে চাচ্ছি, এই সিরিজটা আমাদের দেখার সুযোগ। যখন আমরা বাইরে খেলতে যাব, তখন আমাদের বোলিং এর দরকার বেশি লাগবে, ব্যাটিং এর তুলনায়। আমরা এমন একজনকে চাচ্ছি, যে কিনা ১০ ওভার বোলিং করতে পারবে ও দরকার হলে ব্যাটিং করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball