promotional_ad

মিডল অর্ডারে খেলবেন রাব্বি?

ফজলে রাব্বি, ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে মূলত একজন ওপেনার হিসেবেই খেলতেন সদ্য জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া ফজলে রাব্বি। তবে বর্তমানে জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) তিন নম্বরে ব্যাট করছেন তিনি। 


এই রাব্বিই আবার গত আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের হয়ে পাঁচ এবং ছয়েও খেলেছিলেন। এই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে মূল একাদশে সুযোগ পেলে তাঁর ব্যাটিং পজিশনটি কি হবে সেটি নিয়ে একটি ধোঁয়াশা থাকছেই।


অবশ্য টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন দলের প্রয়োজনের কথা চিন্তা করে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলাটাই আদর্শ হবে রাব্বির জন্য। তাঁর মতে যেকোনো পজিশনে রাব্বি খেলার জন্য উপযুক্ত হলেও তাঁকে পাঁচ অথবা ছয়ে নামানোটাই সঠিক সিদ্ধান্ত হবে টিম ম্যানেজমেন্টের। বাশার বলেন, 



promotional_ad

'ও শুরু করেছিল একজন ওপেনার হিসেবে। সেখান থেকে ৩ নম্বরে ব্যাট করেছে। এখন সে মিডল অর্ডারে, পাঁচ-ছয়ে ব্যাট করছে। এ দলের হয়ে সফর গুলোতে পাঁচ ছয়ে ব্যাট করেছে সে, কিন্তু তিন নম্বরে সে ব্যাট করতে পারে। ওর জন্য তিন থেকে পাঁচ ছয়ের মধ্যে ব্যাট করা আদর্শ হবে, মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলবে।'


বাশার কথা বলেছেন ওয়ানডে সিরিজ নিয়েও। তাঁর মতে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি যথেষ্ট চ্যালেঞ্জিংই হবে। কেননা বর্তমান জিম্বাবুয়ে দলটি যথেষ্টই গোছানো এবং পরিণত। তার ওপর বাংলাদেশ দলটিতে নেই তামিম সাকিবদের মত অভিজ্ঞরা। বাশার তাই বললেন, 


'আমার মনে হয় এই সিরিজটা বেশ উত্তেজনাপূর্ণ হবে। কাল জিম্বাবুয়ের ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) দেখছিলাম, দল হিসেবে তাঁরা এখন অনেক ভাল। অনেক গোছান দল। আমাদের জন্য এই সিরিজটি অনেক বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের দুইজন বড় পারফর্মার খেলতে পারছেন না। পারফর্মেন্সের সাথে তাদের অভিজ্ঞতাটার অভাবটা অনুভব করব এই সিরিজে।'


সাকিব তামিমরা না খেলাতে রাব্বিদের মত নতুন ক্রিকেটারদের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটিও মানছেন নির্বাচক। তবে এক্ষেত্রে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল রাখার ব্যাপারটিও মাথায় রাখতে হয়েছে বলে জানান বাশার,



'এটা আমাদের নতুনদের জন্য একটা সুযোগ। সামনে বিশ্বকাপ আছে। আমাদের কিছু খেলোয়াড়কে দেখার বিষয় ছিল। যদি সাকিব-তামিম খেলতে পারত তাহলে একদম নতুন কিছু ক্রিকেটারকে খেলানো যেত, কিন্তু সেটা হচ্ছে না। তাই আমাদের অভিজ্ঞতার দিকেও তাকাতে হচ্ছে। দলের সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার দিকেও দেখেছি আমরা।'


তিনি আরও যোগ করেন, 'সব মিলিয়ে আমি আশাবাদি। আমার মনে হয় আমাদের দলের সেরা একাদশটা খারাপ না। যারা বাইরে আছেন তাঁরা যথেষ্ট ভাল খেলছেন এবং অনেক প্রক্রিয়ার মাধ্যমে এসেছেন। আমি আশাবাদি, এই সিরিজটা ভালোই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball