'কমপ্লিট প্যাকেজ' ফজলে রাব্বি

ছবি: ফজলে রাব্বি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||
আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৬৩ বলে ৭৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন সদ্যই জাতীয় দলে ডাক পাওয়া ব্যাটসম্যান ফজলে রাব্বি। সেই ম্যাচে বাংলাদেশ 'এ' দল পরাজিত হলেও প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করেছিলেন তিনি।
আর তাঁর এই খেলার ধরণই তাঁকে সুযোগ পাইয়ে দিয়েছে টাইগারদের স্কোয়াডে। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও জানিয়েছেন এমনটা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং এবং ফিল্ডিংয়ের দিক থেকেও পারদর্শীতা রয়েছে রাব্বির বিধায় তাঁকে একটি 'কমপ্লিট প্যাকেজ' হিসেবেই দেখছেন নির্বাচক। বাশার বলেছেন,

'সে এখন একজন পরিণত ব্যাটসম্যান। যেটা তাকে দলে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। প্লাস সে একজন ভাল ফিল্ডার, সাথে স্পিন বল করতে পারে। সব মিলিয়ে আমাদের জন্য প্যাকেজ বলা চলে। একটু আলাদা লেগেছে, কারণ ওর খেলা আগে দেখেছি আর এখন সে অনেক বেশি পরিণত।'
এর আগে অনেক বেশি আগ্রাসী খেলার মনোভাব থাকলেও বর্তমানে নিজের খেলার ধরণ পাল্টে ফেলায় এর সুফল পাচ্ছেন ৩০ বছর বয়সী রাব্বি। চলমান এনসিএলে রংপুর বিভাগের বিপক্ষে ১৯৫ রানের একটি দারুণ ইনিংসও খেলেছেন বরিশালের এই ব্যাটসম্যান। রাব্বি প্রসঙ্গে তাই বাশারের ভাষ্য,
'আমি তাঁকে অনেক আগে থেকেই দেখেছি। ওর ব্যাটিংটা এখন অনেক বদলে গেছে। আগে খুব ফ্লেমবয়েন্ট ব্যাটিং করত, আগ্রাসী ব্যাটিং করত। কিন্তু এখন আমি দেখছি (আয়ারল্যান্ড সিরিজ), সে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করে থাকে। প্রান্ত বদল করে খেলে। একই সাথে যখন দরকার তখন বড় শট খেলার সামর্থ্য রাখে।'