promotional_ad

নতুন টি টুয়েন্টি লীগ আনছে দক্ষিণ আফ্রিকা

এমজানসি সুপার লীগ, ক্রিকইনফো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী মাসের ১৬ তারিখ থেকে একটি নতুন টি টুয়েন্টি লীগের আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে এই টুর্নামেন্টটির নাম প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। নতুন এই লীগটির নাম দেয়া হয়েছে এমজানসি সুপার লীগ (এমএসএল)। 


এমজানসির অনুবাদ করতে দাঁড়ায় দক্ষিণ, তবে চলিত ভাষায় এটিকে দক্ষিণ আফ্রিকা বোঝায়। আর সেই কারণেই এই নামকরণ করা হয়েছে এই টুর্নামেন্টটির। প্রথমবারের মত আয়োজিত হতে যাওয়া এই লীগে খেলবে মোট ছয়টি দল যা কিনা মূলত শহর কেন্দ্রিক হবে। 



promotional_ad

সিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা থাবাং মোরো আশাবাদী এই টুর্নামেন্ট থেকে আগামীতে বিশ্বমানের টি টুয়েন্টি ক্রিকেটাররা উঠে আসবে। তিনি বলেছেন,


'আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এই প্রজেক্টে আমাদের সঙ্গী ছিল। আমরা তাঁদেরকে স্বাগত জানাতে চাই এবং বিশ্বের সেরা কিছু ক্রিকেটারদের খেলা উপভোগ করতে চাই। আমরা আত্মবিশ্বাসী যে এমএসএল আমাদের পরবর্তী যুগের টি টুয়েন্টি ক্রিকেটারদের উঠিয়ে আনতে সাহায্য করবে।'  


এমজানসি সুপার লীগটির ট্যাগ লাইনও এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিএসএর এই কর্মকর্তা। জানিয়েছেন, 'এই ইভেন্টের ট্যাগ লাইন হল- 'মজা। দ্রুত। সবার জন্য, যেটি এই প্রতিযোগিতা সম্পর্কে একটি বড় ধারণা প্রদান করে।'



এই টুর্নামেন্টটিকে টিভিতে সরাসরি সম্প্রচার করার কথাও উল্লেখ করেছেন মোরো। এর জন্য সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের  সাথেও চুক্তি করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি। এই প্রসঙ্গে সিএসএর প্রধান নির্বাহীর ভাষ্য,   


'আমাদের মূল পরিকল্পনা হল এমএসএল টি ২০ লীগটিকে এই গ্রীষ্মের সবথেকে আকর্ষণীয় টুর্নামেন্ট হিসেবে তুলে ধরা। দক্ষিণ আফ্রিকার দর্শকেরা সেরা খেলা দেখাটা প্রত্যাশা করে এবং সিএসএর সাথে এই জুটি আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে সাহায্য করবে। আমরা একসাথে একটি বিশ্বমানের কাজ করতে পারব যেটি পুরো বিশ্বে এসএবিসির দক্ষতা প্রদর্শন করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball