যুবাদের শ্রীলংকা মিশনের সূচি প্রকাশ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন আগেই শেষ হয়েছে যুবাদের এশিয়া কাপ। আসরের সেমিফাইনালে ভারতের কাছে দুইরানে হারের ক্ষত এখনো তাজা। আর এশিয়া কাপ শেষ হওয়ার কয়েকদিন পরেই শ্রীলংকা সফরে যাচ্ছে যুবারা।
আগামী ১৩ অক্টোবর শ্রীলংকার কলম্বোর উদ্দেশ্যে রওনা দিবে তাঁরা। সেখানে খেলবে পাঁচটি ওয়ানডে এবং দুইটি চারদিনের ম্যাচ। এই উপলক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের সাথে পাঁচজন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই। অধিনায়ক হিসেবে এই সিরিজেও থাকছেন তৌহিদ হৃদয়।
শ্রীলংকা-বাংলাদেশের ম্যাচের সূচিঃ-
তারিখ- ম্যাচের ধরণ- ভেন্যু
১৭ই অক্টোবর- প্রথম চারদিনের ম্যাচ- এনসিসি
২৩ই অক্টোবর- দ্বিতীয় চারদিনের ম্যাচ- কাটুনায়েকে
৩০ই অক্টোবর- প্রথম ওয়ানডে- ডাম্বুলা
১লা নভেম্বর- দ্বিতীয় ওয়ানডে- ডাম্বুলা
৩ই নভেম্বর- তৃতীয় ওয়ানডে- ডাম্বুলা
৬ই নভেম্বর- চতুর্থ ওয়ানডে- কাটুনায়েকে
৯ই নভেম্বর- পঞ্চম ওয়ানডে- কাটুনায়েকে
শ্রীলঙ্কা সফরের অনূর্ধ্ব-১৯ দল: তৌহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাজ্জাদ হোসেন সিয়াম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, শামীম হোসেন, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান মোহান্না, মোহাম্মদ রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, আসাদুল্লাহ হিল গালিব, শাহীন আলম।
স্ট্যান্ড বাই: প্রিতম কুমার, শাহাদাৎ হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান।