কে এই ফজলে রাব্বি?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে প্রথম বারের মত জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ফজলে রাব্বি। বৃহস্পতিবার আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।
আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ 'এ' দলের হয়ে ভালো পারফর্ম করেছিলেন এই ব্যাটসম্যান। য??র সুবাদে এশিয়া কাপের জন্য টাইগারদের ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি।
যদিও এশিয়া কাপের মূল একাদশে জায়গা হয়নি তার। কিন্তু জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা এই ব্যাটসম্যানের ভাগ্য খুললো।

'এ' দলের পাশাপাশি এনসিএল, বিসিএল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তিনি। চলমান জাতীয় লীগের প্রথম রাউন্ডে বরিশাল ডিভিশনের হয়ে খেলেছেন ১৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস। যা ঘরোয়া ক্রিকেটে তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
২০০৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় রাব্বির। এরপর থেকেই নিয়মিত খেলে গিয়েছেন তিনি। তবে ১৪ বছরে বেশী ম্যাচ খেলার সুযোগ হয়নি ৩০ বছর বয়সী রাব্বির।
এখন পর্যন্ত মোট ৬৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন বরিশাল ডিভিশনের এই ক্রিকেটার। যেখানে ৩৩.১৬ গড়ে ৭ শতক এবং ১৭ অর্ধশতকে ৩৭১৫ রান করেছেন তিনি।
আর রঙ্গিন জার্সিতে লিস্ট 'এ' ক্রিকেটে খেলেছেন মোট ৮০টি ম্যাচ। যেখানে ৪টি শতক এবং ১২টি অর্ধশতক রয়েছে তার। যেখানে তার ব্যাট থেকে এসেছে মোট ২২০০ রান।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও পারদর্শী রাব্বি। বাঁহাতি অফ স্পিনার হিসেবে পরিচয় রয়েছে তার। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ 'এ' দলের হয়েও খেলে থাকেন তিনি। সম্প্রতি আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে ছিলেন তিনি। যেখানে দুটি ফিফটি হাঁকিয়েছেন রাব্বি।
আয়ারল্যান্ড সফরে যাওয়ার পাশাপাশি শ্রীলংকার বিপক্ষেও বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলেছেন রাব্বি। যেখানে এক ম্যাচে একটি অর্ধশতক রয়েছে দক্ষিন অঞ্চলের এই ক্রিকেটারের।