promotional_ad

মাশরাফিরাই আত্মবিশ্বাস বাড়িয়েছে শরিফুলের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


যুব এশিয়া কাপের আগে সিনিয়রদের সঙ্গে ক্যাম্প করেই আত্মবিশ্বাস বেড়েছে পেসার শরিফুল ইসলামের। সিনিয়রদের সাথে কাজ করে যে অভিজ্ঞতা পেয়েছিলেন তিনি সেটাই যুবাদের এশিয়া কাপে কাজে লাগিয়েছেন। 


যুব এশিয়া কাপে চার ম্যাচের প্রত্যেকটিতেই উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার পেছনে বল হাতে তার অবদান ছিল নজরে পড়ার মতো। প্রত্যেক ম্যাচেই উইকেট নেয়ার পাশাপাশি করেছেন মিতব্যায়ী বোলিং। 


promotional_ad

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সাফল্যের রহস্য নিয়ে কথা বলেছেন শরিফুল। সেখানে আরও জানিয়েছেন, জাতীয় দলের সব খেলোয়াড়দের সাথে অনুশীলন করার ফলেই তাঁর জন্য কাজটা সহজ হয়েছে করতে। 


'ইনশাল্লাহ জাতীয় দলের ক্যাম্পের পরে অনূর্ধ্ব-১৯ আসছি, তখন সহজ হয়েছে। কারণ জাতীয় দলে সব ভালো প্লেয়ারের সাথে অনুশীলন করছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। মাশরাফি ভাইরা ছিল। এখানে এসে একটু সহজ হয়েছে। সহজ বলতে অনূর্ধ্ব-১৯ লেভেল, জাতীয় দল একটু পার্থক্য আছে। জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার পরে এমনি একটু সাহস বেড়ে গিয়েছিল।'


আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের আগে ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে ক্যাম্প করেছিল বাংলাদেশ দল। সেখানেই মাশরাফিদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। তবে ডানহাতি এই পেসারের মনের আক্ষেপ যে হয়তো তিনি সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে পারেন নি, 


'ইনশাল্লাহ এখানে সবকিছু কাজে লাগাতে পেরেছি। আরও কাজে লাগাতে পারলে ভালো হতো। যেমন যদি প্রপার কাজে লাগতো তাহলে আরও ভালো হতো। কিছু বাকি রয়েছে আর কি এখনো, চেষ্টা চালাচ্ছি,' শরিফুল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball