promotional_ad

শেখার শুরু এশিয়া কাপ থেকেই- নাওয়াজ

নাভিদ নাওয়াজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মাত্র ২ রানে পরাজিত হয়ে ফাইনাল হাতছাড়া হয়েছিল টাইগার যুবাদের। তীরে এসে আবারো তরী ডোবায় হতাশায় মাঠেই নুইয়ে পড়েছিলেন বাংলাদেশ দলের সদস্যরা। 


তবে এখানেই সবকিছু শেষ নয়, বরং এশিয়া কাপের পরাজয়কে লার্নিং কার্ভ হিসেবে দেখতে চান অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ নাভেদ নাওয়াজ।



promotional_ad

এই টুর্নামেন্ট থেকেই আসল শিক্ষা শুরু হয়েছে তরুণ ক্রিকেটারদের বলে বিশ্বাস করেন তিনি। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে নাওয়াজ বলেছেন, 


'আসলে শেখার শুরু হয়েছে এশিয়া কাপ থেকেই। আপনি যদি টুর্নামেন্টে ফিরে তাকান, এশিয়া কাপের প্রথম ম্যাচেই ১০জনের অভিষেক করিয়েছি, ১১ জনের মধ্যে। সেখান থেকেই আমাদের শুরু। আর আমরা ভাল করেছি, এশিয়া কাপের সেমিফাইনাল খেলেছি, খুবই ক্লোজ ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হেরেছি।'


সদ্য শেষ হওয়া এশিয়া কাপের পর চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এই সফরে লঙ্কানদের বিপক্ষে দুটি অঘোষিত টেস্ট এবং পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ক্ষুদে টাইগাররা।



আর এই সিরিজটি তরুণ ক্রিকেটারদের জন্য অভিজ্ঞতা অর্জনের অনেক বর উপলক্ষ হবে বলে মনে করেন নাওয়াজ। তাঁর ভাষায়, 


'এই শ্রীলঙ্কা সফরটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা শ্রীলঙ্কা সফরের শুরুতে দুটি অঘোষিত টেস্ট ম্যাচ খেলব, এরপর পাঁচটি ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ গুলো স্কোয়াডের তরুন ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের জন্য বড় ভূমিকা পালন করবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball