promotional_ad

পছন্দের ক্রিকেটারের নাম জানালেন ব্রেট লি

ব্রেট লি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বল টেম্পারিংয়ের দায়ে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর বেশ নাজুক অবস্থার মধ্যে আছে অস্ট্রেলিয়া।এমতাবস্থায় সাবেক অজি পেস তারকা ব্রেট লি অস্ট্রেলিয়া দলে নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়েছেন।


এক্ষেত্রে তিনি বাছাই করেছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান জেক ওয়েদারাল্ডকে। লি এর মতে পরবর্তী তারকা ক্রিকেটার হয়ে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলা এই ক্রিকেটার। 



promotional_ad

লি বিশ্বাস করেন খুব শীঘ্রই অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিবেন ওয়েদারাল্ড। তিনি বলেন, 'জেক ওয়েদারাল্ড, এখন নামটি মনে রেখ। সে অবশ্যই অস্ট্রেলিয়ার হয়ে খেলবে একটা সময়। আশা করি সেটি এই মৌসুমেই। মাত্র ২৩ বছর বয়স জেক ওয়েদারাল্ডের, সে অস্ট্রেলিয়া ক্রিকেটের ভবিষ্যৎ।'


এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫ ম্যাচে ৩টি শতক হাঁকিয়েছেন ওয়েদারাল্ড। লিস্ট 'এ' ক্রিকেট এবং টি টুয়েন্টিতেও শতক রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগগুলোতেও বেশ পরিচিতি পেয়েছেন তিনি। আর তাই ওয়েদারাল্ডের পক্ষেই বাজি ধরছেন ব্রেট লি। 


উল্লেখ্য পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত চলমান টেস্টটি বাঁচাতে বর্তমানে লড়ছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অজি টিম ম্যানেজমেন্ট অভিষেক ঘটিয়েছে তিন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড এবং মারনাস লাবুসচাগনকে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball