আমাদের ক্রিকেট কাঠামো এখন অনেক শক্তিশালী- নান্নু

ছবি: মিনহাজুল আবেদিন নান্নু

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এখনও ছোট দল হিসেবে ধরা হয়। কেননা ১৮ বছর ধরে এই ফরম্যাটে খেললেও এখন পর্যন্ত জয়ের অনুপাত খুব একটা আহামরি নয় টাইগারদের।
তবে দলের পারফর্মেন্স যেমনই হোক না কেন এদেশে টেস্ট খেলার মত ক্রিকেটারের অভাব নেই। অন্তত প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলোয়াড়দের পারফর্ম করার ধরন দেখলেই তা বোঝা যায়।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিজেও মনে করছেন এমনটা। তাঁর মতে বাংলাদেশের ক্রিকেট কাঠামো এখন যথেষ্ট উন্নত বিধায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দল গঠন নিয়ে খুব বেশি চিন্তা করছে না বোর্ড।
'আমরা তো একটা টেস্ট খেলুড়ে দেশ, আমাদের তো খেলোয়াড় আছে। আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট আছে, এখন তো আগের মতন নেই, এখন অনেক শক্তিশালী আমাদের কাঠামো। সেই হিসেবে যেই দলটা দিয়েছি আমরা, আপনারা দেখবেন এই সিরিজটায় (জিম্বাবুয়ে) আমরা ভাল করব,' বলেছেন নান্নু।
জিম্বাবুয়ে সিরিজে সম্ভাব্য সেরা দলটিই নির্বাচন করা হবে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক। এক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে ক্রিকেটারদের ঘরোয়া লীগের পারফর্মেন্সও। আন্তর্জাতিক ক্রিকেটে ভাল সম্ভাবনা রয়েছে এমন ক্রিকেটারকেই দলে নেয়া হচ্ছে জানিয়ে সাবেক এই অধিনায়ক বলেন,
'আমরা সেরা দলটাই দাঁড় করিয়েছি, আশা করি জিম্বাবুয়ে সিরিজে ভাল করবে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমাদের ভাল পারফর্মার আছে। ঘরোয়াতে অনেকেই পারফর্ম করে। সব কিছুই বিবেচনায় আনা হচ্ছে। যাকে মনে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটে ভাল করবে, তাকেই সুযোগ দেয়া হবে।'