আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারে স্মিথঃ গিলক্রিস্ট

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিষিদ্ধ স্টিভ স্মিথের সকল প্রকার সম্ভাবনা রয়েছে আবারও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হওয়ার, বিশ্বাস করছেন সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান এডাম গিলক্রিস্ট। যদি স্মিথ হারিয়ে ফেলা দায়িত্ব আবার ফিরে পান তাহলে পুনঃপ্রাপ্তির মনে রাখার মতো একটি গল্পের সৃষ্টি হবে বলে মনে করছেন তিনি।
তবে এ জন্য সামনে দীর্ঘ সময় ক্রিকেটের সাথে থাকতে হবে তাঁকে। নিজেকে প্রমাণ করতে হবে বিশ্ব দরবারে। যেহেতু স্মিথ এখনও অনেক ফিট, তাই তাঁর জন্য কাজটি সহজ হবে বলেও মনে করছেন সাবেক এই অজি ক্রিকেটার।

'আমি মনে করি না এটা নিয়ে কোন প্রশ্ন হতে পারে যে স্টিভ স্মিথের কোন একদিন আবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সে এখনও তরুণ এবং যদি সে আরও অনেকদিন খেলতে চায় তাহলে এটি সম্ভব। যদি তাই হয় তাহলে পুনঃপ্রাপ্তির একটি অসাধারণ গল্পের আবির্ভাব ঘটবে।'
চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরুন বেনক্রাফট, ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক স্মিথ। এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া স্মিথ এখনও রয়েছেন জাতীয় দলের বাইরে।
কিন্তু নিজের দ্বারা ঘটিত এমন ভুলের অনুশোচনা করেছেন তিনি এবং এমন কাজে নিজেই হতাশ স্মিথ। তবে এ জন্য অস্ট্রেলিয়া দলের অনেক ক্ষতি হয়েছে বলে মনে করছেন গিলক্রিস্ট।
'আমরা সকলেই জানি সে তার কাজের অনুশোচনা করেছে এবং সে নিজেও হতাশ। সেই ঘটনার ফলে যে ক্ষতি হয়েছে কে জানে এর জন্য হয়ত ভাল কিছু অপেক্ষা করছে।'