টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য সালমা খাতুনের অধীনে ১৫ সদস্যের নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডের বাইরে চার জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই।
নভেম্বরে অনুষ্ঠেয় এই আসরের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে খেলবে বাঘিনীরা। এই দুটি দলই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাছাইপর্ব পেরিয়ে। তবে যাত্রা সহজ নয় বাংলাদেশ দলের।

এরপর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াডঃ- সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোসাম্মত শারমিন আকতার সুপ্তা।
স্ট্যান্ডবাই: শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচিঃ-
৫ই নভেম্বর - বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
৭ই নভেম্বর - বাংলাদেশ বনাম পাকিস্তান
১০ই নভেম্বর - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৩ই নভেম্বর - বাংলাদেশ বনাম ইংল্যান্ড
১৫ই নভেম্বর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৯ই নভেম্বর - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা