আশরাফুলের আক্ষেপ, ডাবলের দ্বারপ্রান্তে সাদমান

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগের বিপক্ষে ১০৬ রানের বড় লিড পেয়েছে ঢাকা মেট্রো, তাঁদের হাতে আছে এখনো ছয় উইকেট।
আগের দিন বিনা উইকেটে ২৬ রান করেছিল মেট্রো, সেদিনই বড় রানের আত্মবিশ্বাস দেখা যাচ্ছিলো মেট্রোর দুই ওপেনার সাদমান ইসলাম এবং সৈকত আলীর মাঝে।

তবে দ্বিতীয় দিনের শুরুর দিকেই ফিরে যান সৈকত (২৩)। এরপরে চটজলদি আরও দুই উইকেট পরে মেট্রোর। ৫২ রানে তিন উইকেট হারানো মেট্রোকে পথ দেখান ওপেনার সাদমান এবং মোহাম্মদ আশরাফুল।
তবে দুর্ভাগ্য আশরাফুলের। ৪৯ রান করে শুভাগত হোমের বলে ফিরে যান তিনি। অপরদিকে সাদমানের ব্যাটে তখন রানের ফোয়ারা। সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি।
পরবর্তী ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রের সাথে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তিনি। দ্বিতীয় দিনশেষে ডাবল সেঞ্চুরির প্রতিক্ষায় তিনি (১৮৬*)। মেট্রো থেমেছে চার উইকেটে ৩১২ রানে।
মেহরাব জুনিয়র আছেন ৩৭* রানে। মেট্রোর হয়ে দুটি উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন। প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ২০৬ রানেই অলআউট হয়েছে ঢাকা বিভাগ।
দ্বিতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ২০৬
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ৩১২/৪ (১০২ ওভার)
(সাদমান ১৮৬*, আশরাফুল ৪৯; শাহাদাত ২/৫৪)