ফরহাদ রেজাদের কাছে পাত্তাই পেল না নাঈমরা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) টায়ার-১ এর ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানেই অলআউট রংপুর বিভাগ।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তাঁরা। ফরহাদ রেজার বোলিং তোপে শুরু থেকেই যাওয়া আসার মিছিলে ব্যস্ত থাকে রংপুরের ব্যাটসম্যানরা।

মাত্র ৫৯ রানেই ছয়টি উইকেট হারায় তাঁরা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন নাঈম ইসলাম। এছাড়া সোহরাওয়ার্দি শুভর ব্যাট থেকে আসে ২৯ রান। এই দুজনের ব্যাটেই ৫৯.৪ ওভারে ১৫১ রান পর্যন্ত করতে পেরেছে রংপুর।
স্বাগতিকদের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন ফরহাদ রেজা ও মোহর শেখ। দুটি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম। তাইজুল ইসলাম এবং সানজামুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট। একটু পরেই ব্যাটিংয়ে নামবে রাজশাহী বিভাগ।
শেষ সেশনের আগে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- রাজশাহী বিভাগ
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ১৫১/১০ (৫৯.৪ ওভার)
(নাঈম ৬০, শুভ ২৯; মোহর ৩/৩৭, ফরহাদ ৩/৩৯)