বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে রুমানা-ফারজানার জুটি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
পাকিস্তান ৯৪ অল আউট, ৩৫ ওভার (জাভেরিয়া খান ২৯), (খাদিজা তুল কুবরা ২০/৬)
বাংলাদেশ ৩৭/২- ১৫ ওভার (ফারজানা ১৯*, রুমানা ১৪*)
টি-টুয়েন্টি সিরিজে ব্যর্থ হওয়ার পর এবার এক মাত্র ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে ওয়ানডেতে দেখা গিয়েছে ভিন্ন এক বাংলাদেশকে। টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে পাত্তা না পাওয়া টাইগ্রেসরা এদিন সফরকারীদের দাঁড়াতেই দেয়নি।

বাংলাদেশের হয়ে এদিন বল হাতে আলো ছড়িয়েছেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা। তাঁর ঘূর্ণিতে পাকিস্তান অল আউট হয়েছে মাত্র ৯৪ রানে, কুবরার শিকার ২০ রান দিয়ে ৬ উইকেট।
উইকেট হারিয়ে চাপেঃ
৯৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন আয়েশা আর ৩ রানে রান আউটের ফাঁদে পড়েছেন আরেক ওপেনার শারমিন আক্তার।
ফারগানা-রুমানার জুটিঃ
দুই ওপেনারকে হারানোর পর মিডেল অর্ডার ব্যাটসম্যান ফারজানা হক এবং রুমানা আহমেদ দলের হাল ধরেছেন। দুজন মিলে উইকেটে থিতু হয়ে খেলছেন। বর্তমানে টাইগ্রেসদের স্কোর ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান।
বাংলাদেশ স্কোয়াডঃ
রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, শামীমা সুলতানা, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রীতু মনি, সাঞ্জিদা ইসলাম , শারমিন সুলতানা, সুরায়া আজমিন, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, মুর্শিদা খাতুন।
পাকিস্তান স্কোয়াডঃ
জাভেরিয়া ওয়াদুদ (অধিনায়ক), বিবি নাহিদা, আয়শা জাফর, মুনিব আলী সিদ্দিকী, সিদরা আমিন, ওমাইমা সোহেল, নিদা রশিদ, সিদরা নওয়াজ, সানা মীর, নাশরা সুন্দু, আনুম আমিন, নাটালিয়া পারভেজ, আলিয়া রিজা, ডায়ানা বেগ, আইমান আনোয়ার।