সেরা পাঁচে তিনবারই কুবরার নাম!

ছবি: খাদিজাতুল কুবরা

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র ওয়ানডেতে বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ডানহাতি অফ স্পিনার খাদিজাতুল কুবরা। পাকিস্তানের বিপক্ষে ছয়টি উইকেট একাই তুলে নিয়েছেন তিনি।
ছয় উইকেট তো দূরে, ওয়ানডেতে ইতিপূর্বে এক ইনিংসে পাঁচ উইকেটের দেখাও পায়নি বাংলাদেশের মেয়েরা। সেখানে আজকে কুবরা নিলেন ছয় উইকেট!

ইনিংস শেষে তাঁর বোলিং ফিগার ৯.৫ ওভারে ২০ রান খরচায় একটি মেডেনসহ ছয় উইকেট। ওয়ানডেতে এর আগে মোট চার বার চার উইকেট করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
কুবরা চার উইকেট পেয়েছেন দুবার। এছাড়া একবার লতা মণ্ডল এবং একবার রুমানা আহমেদ ইনিংসে চারটি করে উইকেট নিয়েছিলেন। ভারতের বিপক্ষে রুমানা নিয়েছিলেন ২০ রান খরচায়, তাই ওয়ানডেতে বাংলাদেশের ইনিংস সেরা প্রমীলা বোলারের তালিকায় দ্বিতীয়তে তিনি।
তৃতীয়তে এবং পঞ্চমেও আছেন কুবরা। দুবারই দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে যথাক্রমে ৩৩ এবং ৫৬ রান খরচায় চারটি করে উইকেট শিকার করেছিলেন তিনি।
তালিকায় চতুর্থ স্থানে থাকবেন লতা মণ্ডল। পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান খরচায় চারটি উইকেট তুলে নিয়েছিলেন লতা। উল্লেখ্য, টি-টুয়েন্টি ফরম্যাটেও এর আগে ছয় উইকেট কেউ পায়নি বাংলাদেশের হয়ে।
টি-টুয়েন্টিতে ইনিংসে পাঁচটি করে উইকেট পেয়েছেন কেবল দুজন। পান্না ঘোষ এবং জাহানারা আলম। দুটো পাঁচ উইকেটের কৃতিত্বই এসেছে এই বছর।