মিরপুরে ঝড় তুলে আইপিএলের স্বপ্ন দেখছেন ভারতীয় তরুণ

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইপিএল খেলার স্বপ্ন দেখছেন ভারতীয় যুব দলের প্রতিভাবান অলরাউন্ডার আয়ুশ বাদনি। যুব এশিয়া কাপের ফাইনাল শেষে ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছেন তিনি। আসরের অভিজ্ঞতা নিয়ে কথা প্রসঙ্গে জানান,
'আসরটা দারুন ছিল আমার জন্য। অনেকের সামনে নিজের পারফর্মেন্স দেখানোর সুযোগ ছিল। আমি এখন আমার রাজ্য দলের হয়ে খেলব। সেখানে পারফর্ম করার চেষ্টা করব।

'আমাকে রাজ্য দলের হয়ে পারফর্ম করতে হবে। আর আমি আশা করব পরের আইপিএলে আমাকে কেউ দলে নিবে, এটা আমার স্বপ্ন।'
ফাইনালে বিধ্বংসী পারফর্মেন্স ছিল বাদনির। ২৮ বলে পাঁচটি ছক্কা এবং দুটি চারে করেছেন অপরাজিত ৫২ রান। যারমধ্যে একই ওভারের প্রথম চার বলে টানা চারটি ছক্কা ছিল তাঁর।
তাঁর এই ফিনিশিংয়ের বদলতে পঞ্চাশ ওভারে ৩০৪ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। নিজের ইনিংস নিয়ে কথা বলার সময় ক্রিকফ্রেঞ্জিকে তিনি আরও জানিয়েছেন,
'আমি চেয়েছিলাম (একই ওভারে ছয় ছক্কা হাঁকাতে)। কিন্তু সেটা হয়ে ওঠে নি। আমি চারটি ছয় মারতে পেরেছি। আমি ক্রিজের সেই মুহূর্ত গুলো উপভোগ করছিলাম।'