আবারও উপেক্ষিত তাসকিন

কান্দাহার নাইটস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) বালখ লিজেন্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে তাসকিন আহমেদের দল কান্দাহার নাইটস। টসে জিতে ফিল্ডিং বেঁছে নিয়েছে কান্দাহার, একাদশে নেই তাসকিন। 


এর আগে গত শনিবার আসরের শুরুটা মনমতো হয়নি তাসকিন আহমেদের দলের। নিজেদের প্রথম ম্যাচে নানগরহারের কাছে ছয় উইকেটে হেরেছে তাঁরা। সেই ম্যাচেও খেলেননি তাসকিন।


promotional_ad

সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রান করেছিল কান্দাহার। সেই লক্ষ্য নয় বল হাতে রেখেই টপকে যায় নানগরহার। উল্লেখ্য, নানগরহারের হয়ে খেলার কথা ছিল দুই বাংলাদেশী তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের।


কিন্তু ইনজুরিতে ভোগায় আসরে খেলছেন না তাঁরা। এছাড়া কান্দাহারের হয়ে খেলার কথা ছিল সৌম্য সরকার এবং মোহাম্মদ মিথুনের। কিন্তু শেষ মুহূর্তে বিসিবির অনুমতিপত্র পায়নি তাঁরা।


কান্দাহারের একাদশঃ- পল স্টার্লিং, ব্রেন্ডন ম্যাককালাম, করিম সাদিক, করিম জানাত, আসগর আফগান (অধিনায়ক), কেভিন ও'ব্রায়েন, নাজিবুল্লাহ জাদরান, আমির হামজা, সাইদ শিরজাদ, তাইমাল মিলস, ওয়াকার সালামখেলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball