জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শুরু সোমবার

ছবি: জাতীয় ক্রিকেট লিগ

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০তম আসরের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে সোমবার। একই দিনে মাঠে গড়াবে চারটি ম্যাচ। প্রথম স্তরের চার দল ও দ্বিতীয় স্তরের চার দল একে অপরের বিপক্ষে খেলবে।
প্রথম স্তরের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে খেলবে বরিশাল বিভাগ। প্রথম স্তরের অপর ম্যাচে রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের প্রথম ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে খেলতে নামবে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হবে ঢাকার অন্য দল ঢাকা মেট্রো।
সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়। এদিকে, এনসিলের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার। তিন দিনের বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা।
প্রথম রাউন্ডে দুটি ম্যাচের ফল আসলেও, দুটি ম্যাচ ড্র হয়েছে অমিমাংসিত ভাবে। চট্টগ্রাম বিভাগকে ২১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা পেয়েছে ঢাকা বিভাগ। প্রথম রাউন্ডে সবচেয়ে বড় জয়টি পেয়েছে ঢাকা মেট্রো।
তারা স্বাগতিক সিলেটকে ইনিংস ও ৪১ রানের ব্যবধানে হারিয়েছে। প্রথম রাউন্ডের প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। সেঞ্চুরি হয়েছে মোট ১৩ টি। একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন তারকা ক্রিকেটার তুষার ইমরান।
তাছাড়া, প্রথম রাউন্ডে একমাত্র ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন রনি তালুকদার। উল্লেখ্য, জাতীয় লিগের এবারের আসর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে।