পার্লে ভাগ্যের পরিবর্তন হল না জিম্বাবুয়ের

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগের দুই ওয়ানডে হারের পরে পার্লেও ভাগ্য বদল হল না জিম্বাবুয়ের, ৩-০ ব্যবধানে সিরিজ হারল তাঁরা।
পার্লে টস ভাগ্যে জয়ী হয়েছিল জিম্বাবুয়ে, তবে ব্যাটিং বেঁছে নিয়ে সেভাবে কিছু করতে পারেনি তাঁরা। ৪৪ রানেই হারিয়েছে তিনটি উইকেট। এরপরে জিম্বাবুয়েকে পথ দেখিয়েছেন দুই অভিজ্ঞ সৈনিক ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস।
৪৪ বলে ৪০ রান করে ইমরান তাহিরের শিকারে পরিণত হন টেইলর, তারপরে ১৫৯ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে একপাশ থেকে লড়েছেন কেবল উইলিয়ামস।

৭৯ বলে দশটি চারে ৬৯ রান করে রাবাদার শিকারে পরিণত হয়েছেন তিনি। এরপরে লেজের সারির দিকে ডোনাল্ড তিরিপানোর ২৯ রানে ৪৯.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২২৮ রান করে জিম্বাবুয়ে।
প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন ডেল স্টেইন এবং ক্যাগিসো রাবাদা। লক্ষ্য অতিক্রমে তেমন কষ্ট করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। দুই ওপেনার এইডেন মার্করাম এবং রিজা হেন্ডরিকস ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন।
৪২ রানে (৪০ বলে) ফিরেছেন মার্করাম। তবে ফিফটি পূরণ করে ফিরেছেন হেন্ডরিকস। দীর্ঘদিন পরে ক্রিকেটে ফিরে ২৬ রান করেছেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস।
মিডল অর্ডারে হেনরিক ক্ল্যাসেন করেন ৬৭ বলে ৫৯ রান। ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২৫ বল বাকী থাকতেই ম্যাচ জিতে প্রোটিয়ারা। খায়া জন্ডো অপরাজিত থাকেন ২৫ রানে। জিম্বাবুয়ের হয়ে বল হাতে দুটি উইকেট শিকার করেছেন তিরিপানো।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- জিম্বাবুয়ে
জিম্বাবুয়েঃ- ২২৮/১০ (৪৯.৩ ওভার)
(উইলিয়ামস ৬৯, টেইলর ৪০; স্টেইন ৩/২৯, রাবাদা ৩/৩২)
দক্ষিণ আফ্রিকাঃ- ২৩১/৬ (৪৫.৫ ওভার)
(হেন্ডরিকস ৬৬, ক্ল্যাসেন ৫৯, মার্করাম ৪২; তিরিপানো ২/৩৫)
ফলাফলঃ- দক্ষিণ আফ্রিকা চার উইকেটে জয়ী
সিরিজঃ- তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-০ তে জয়ী