যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
যুব এশিয়া কাপের ফাইনালে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ভারত। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
যুব এশিয়া কাপের ইতিহাস ঘাটলে দেখা যায়, এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। ৬ আসরের মধ্যে ৪টিরই শিরোপা ঘরে তুলেছে তারা। পাকিস্তান ও আফগানিস্তান শিরোপা নিয়েছে একবার করে।

এখনও শিরোপার দেখা পায়নি বাংলাদেশ ও এবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। এবার নিজেদের শিরোপা খরা কাটাতে দৃঢ় প্রত্যয়ী লঙ্কান শিবির। দুর্দান্ত ফিল্ডিংই তাদের শিরোপা জয়ের মূল মন্ত্র।
পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ ফিল্ডিং করেছে শ্রীলঙ্কা। তবে ভারতের বিপক্ষে লঙ্কানদের সাম্প্রতিক পারফর্মেন্স অবশ্য অন্য কথা বলছে। কদিন আগেই লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের ওয়ানডে ও টেস্ট সিরিজ হারিয়েছে ভারত।
এদিকে, বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে কষ্টার্জিত জয়ই অনুপ্রেরণা যোগাচ্ছে ভারতকে। লঙ্কানদের হারিয়ে এই টুর্নামেন্টের পঞ্চম শিরোপা ঘরে তুলতে মরিয়া ভারত।