খেলেননি তাসকিন, অপ্রত্যাশিত সূচনা কান্দাহারের

ছবি: কান্দাহার নাইটস

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) শুরুটা মনমতো হয়নি তাসকিন আহমেদের দল কান্দাহার নাইটসের। নিজেদের প্রথম ম্যাচে নানগরহারের কাছে ছয় উইকেটে হেরেছে তাঁরা। এই ম্যাচে খেলেননি তাসকিন।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল কান্দাহার। দলীয় ২৯ রানে দলের আইরিশ ওপেনার পল স্টার্লিংয়ের (১৮) উইকেট হারায় তাঁরা। এরপরেই শুরু হয় বিপর্যয়।
উইকেটের মিছিলে যোগ দেন করিম সাদিক (০), ব্রেন্ডন ম্যাককালাম (১৯), অধিনায়ক আসগর আফগান (৩)। ৪৬ রানেই দলের চার উইকেট নেই, এমন অবস্থা থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন করিম জানাত এবং কেভিন ও'ব্রায়েন।

এরপরে ১৪ বলে ২২ রান করা ব্রায়েন ফিরে গেলে একা একা লড়াই চালান করিম জানাত। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান (৩৯ বলে ) করে ফিরেন তিনি। কান্দাহার থামে ২০ ওভারে নয় উইকেটে ১৩৯ রান করে।
মূলত এদিনে অজি পেস অলরাউন্ডার বেন কাটিংয়ের বোলিংয়ে পরাস্ত হতে থাকেন কান্দাহারের ব্যাটসম্যানরা। ২৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন এই পেসার।
স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে নানগরহারের ব্যাটসম্যানরা। যদিও কান্দাহারের বোলাররা তাঁদের বড় জুটি গড়তে দেয়নি, তবুও দলের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১৮.৩ ওভারে চার উইকেট হারিয়েই এই লক্ষ্যে পৌঁছে যায় নানগরহার।
দলের হয়ে শফিকুল্লাহ করেন সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া নজিব তারাকাই করেন ৩২ এবং জনসন চার্লস করেন ৩০ রান। কান্দাহারের হয়ে একটি করে উইকেট নেন হামজা, শিরজাদ, সালামখেলি এবং সাদিক।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- কান্দাহার নাইটস
কান্দাহার নাইটসঃ- ১৩৯/৯ (২০ ওভার)
নানগরহার লিওপার্ডসঃ- ১৪২/৪ (১৮.৩ ওভার)
ফলাফলঃ- নানগরহার ছয় উইকেটে জয়ী